বিষাক্ত রাত্রি

0 2
Avatar for ruhul112
4 years ago

এক রাশ বিষ ঢেলে তুমি বিষাক্ত রাত্রি হও,

এক বুক ব্যাথা নিয়ে আমি নীলকন্ঠ হবো।

আচঁড়ে আচঁড়ে লিখবো কবিতা, পাথরের বুক চিড়ে.....

এক পেয়ালা জীবন খুজবো, শ্বশানের ছাইয়ের ভিড়ে....

সাদা কাফনের দাম আমি মিটিয়ে দিবো অল্পেতে,

একটা ছোট বিপ্লব চাই, হাজারও লাশের গল্পেতে।

মাটির রক্তের গন্ধ চেনা, শুধু ফিরে পাওয়াটা ভুল....

একটা তুমি মারতে পার ফুটবে হাজার রক্ত ফুল,

আয়না ধর মুখোস ছিড়ে, পাবে অনেক গল্প.....

যন্ত্রনাটাই বেশি ছিল, বিষাক্ত রাত টা ছিল অল্প।

1
$ 0.00
Sponsors of ruhul112
empty
empty
empty

Comments