কখনো মনে হয় একাই ভালো আছি, আবার কখনো মনে হয় কেউ কি থাকলে ভালো হতো??
কখনো মনে হয় জীবনে ভরসা করার মতো হয়তো একটা হাতের প্রয়োজন। আবার কখনো মনে হয় একাই হয়তো সামলে নিতে পারবো।
কখনো মনে হয় কেউ কি খেয়াল রাখার মতো থাকলে ভালো হতো? আবার কখনো মনে হয়, ধুর এই তো বেশ ভালো আছি।
কখনো মনে হয় জীবনে কি একটা বন্ধুর প্রয়োজন আছে? আবার কখনো মনে হয়, কি দরকার এই একাকিত্বটাই শ্রেয়।
কখনো মনে হয়, আমি আদৌ কি ভালো আছি? না কি ভালো থাকার অভিনয় করছি? আবার কখনো মনে হয় কে বলল আমি ভালো নেই? এইকো বেশ আছি।
কখনো মনে হয় জীবনে যার প্রথম প্রেম টাই ব্যর্থ তার তো সবকিছুই ব্যর্থ, আবার কখনো মনে হয় হয়তো কোনো আশার আলো আছে।
কখনো মনে হয়, জীববনে যে কোনোদিন ভালোবাসাই পেল না তার আবার আশার আলো?
হা তার তো সবকিছুই ব্যর্থ।
আমি নাকি অন্যনা আমার জাতে যাদু আছে, আমি নাকি অনেক সুন্দর আকারে না হলেও মনের দিক থেকে। এই মানসিক সুন্দরত সবার মাঝে থাকে না।
2
5
Written by
ruhul112
ruhul112
4 years ago
আপনি কথাগুলো ভাই হাছা কইছেন। আমার সাথে সম্পূর্ণ মিলে গেছে।কনফিউশন এমন একটা মুহূর্ত যেখানে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুবই কষ্টসাধ্য ব্যাপার।