মানুষের মনে আজ আতঙ্কের ঝড়
পৃথীবির বুকে করোনা ভাইরাস বারিয়েছে নিজের ঘর। হাচি কাশির মাধ্যমে মানুষের মধ্যে সংত্রুমিত হচ্ছে। ফুসফুসে আত্রুমন করে নিজের শক্তির প্রমাণ দিচ্ছে। আপনারা সকলকে তাই সর্তক বার্তা দিন।
ত্রুিশ মিনিট পর পর সাবান দিয়ে হাত ধুয়ে নিন।
বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।
প্রচুর মানুষের সমাগম এড়িয়ে চলুন।
যত্রতত্র থু থু, কফ ফেলবেন না।
ভালো করে হাত না ধুয়ে খাবার খাবেন না। অন্যদের থেকে মিনিমাম এক মিটার দুরুত্ব বজায় রাখুন।
পরিবারের সকল সদস্যদের নিয়ে বাড়িতে থাকুন। পুলিশ ডাক্তারদের অসম্মান করবেন না।
আপনাদের বাচাতেই উনারা নিজেদের জীবনের ঝুকি নিচ্ছে সে কথা ভুলবেন না।
জ্বর, সর্তি, শ্বাসকষ্ট হলে ঘাবগাবেন না। বিশেঙ্গদের পরামর্শ না দিয়ে কোনো সিদ্ধান্ত নিবেন না।
পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত বাড়িতেই থাকুন।
ঘুমন্ত পৃথিবী আবার জেগে উঠবে, চারদিক কলরবে মুখরিত হবে।
ততদিন পর্যন্ত একটু ধৈর্য্য ধরুন। বিরক্ত হলেও বাড়িতেই থাকুন।
তবেই আপনিও ভালো থাকবেন আর আপনার আপনজনরাও ভালো থাকবে।
1
19
Corona namok atogko manukja koracha kupokat.ai corona amadar sokolar jonno.onak.boro bipod tai ar thaka rokhar akmatro upai joto tuku somvob hoi.gore thakum