একটি মৃত্যুর মিছিল

2 16
Avatar for ruhul112
3 years ago

একটি মৃত্যুর মিছিল রাজপথে, ঘনীভুত হচ্ছে আমাদের চারপাশেও

নেই কোনো অজুহাত করোনা হ্রাসে, তবুও শুধু লাশ আর লাশ

সূন্য চরণভুমি দূর্বাঘাস, আজ পৃথিবী জ্বরে ভারাভ্রুান্ত।

ধরনীর বুকে একরাশ হতাশ, অনিশ্চয়তার দীর্ঘশ্বাস।

সেই যমদুতের তাড়নায় আজ লকডাউনে, ক্যাসিনো, নাইট ক্লাব, মদের বার, ওপেন এয়ান কনসার্ট, শিশার আসর, আমানতের খিয়ানত, হিংসা, প্রতারনা, অহংকার সবই দুসর।

সমাজের ধন্ধুকাররা অই সমস্ত কাজে, নির্ধিদায় লিপ্ত

ধ্বংস লীলায় মেতেছে ধরা, নিরাময়ের লক্ষ্য বিধাতার নৈকট্য, অবিরত প্রার্থনা

করজোড়ে, ক্ষমার অভিলাশ, আর্তনাদদ, অশ্রুবির্সজন তারপরও আমাদের এই পথচলা।

আজ রক্ষা নেই কোনো হিংস্র দানবের, দানবরূপী মুখোস পরা মানবের, চলতে তামাম পৃথিবীর হাহাকার

দুর্ভিক্ষের রূপ নিচ্ছে, তাবৎ দুনিয়া তবুও অসহায়ের খাদ্যের ঝুলিতে,

হাত বারাচ্ছে খাদ্যখেকু নরপিশাচ।

5
$ 0.00
Sponsors of ruhul112
empty
empty
empty

Comments