বাবু খাইছ বাংলা ব্যাকারণ

3 100
Avatar for roky
Written by
3 years ago

"বাবু খাইছো", বাংলা ব্যাকরণগত বিশ্লেষণ😶

১. "বাবু খাইছো" এর "বাবু" কোন ভাষার শব্দ?

উঃ তুর্কি

২. "বাবু খাইছো" এর "খাইছো" কোন ভাষার শব্দ?

উঃ চলিত/আঞ্চলিক ভাষার শব্দ

২. "বাবু" কোন লিঙ্গ?

উঃ উভয়লিঙ্গ

৩. "বাবু" তে বর্ণ কয়টি, অক্ষর কয়টি এবং কী কী অক্ষর?

উঃ বর্ণ ২টি (ব,ব), অক্ষর দুইটি (Babu - আ এবং উ), দুটি অক্ষরই মুক্তাক্ষর।

৪. "বাবু খাইছো" এর "খাইছো" কী ধরনের ধ্বনির পরিবর্তন?

উঃ খেয়েছো>খাইছো (পরাগত স্বরসঙ্গতি)

৫. বাবুর "ব" এর উচ্চারণ স্থান অনুযায়ী কী বর্ণ?

উঃ ওষ্ঠ্য বর্ণ

৬. বাবুর "ব" কোন বর্গীয় বর্ণ?

উঃ প বর্গীয় বর্ণ

৭. বাবুর "ব" উচ্চারণ স্থান অনুযায়ী কী ধ্বনি?

উঃ স্পর্শ ধ্বনি / ঘোষ অল্পপ্রাণ ধ্বনি

৮. "বাবু" এর সন্ধি বিচ্ছেদ ও কোন সন্ধি?

উঃ বা+বু = বাবু ( অন্তঃ স্বরসন্ধি)

৯. "বাবু" এর স্ত্রী বাচক শব্দ কী?

উঃ বাবু> বাবুনি/ বাবুর বউ (দুটি স্ত্রী বাচক শব্দ)

১০. "বাবু" এর বহুবচন কী?

উঃ বাবুগণ (উন্নত প্রাণীবাচক শব্দে গণ,বৃন্দ,মণ্ডলী,বর্গ হয়)

১১."বাবু খাইছো" এর "খাইছো" কোন ধরনের ধাতু?

উঃ সাধিত ধাতু

১২."খা কী ধরনের ধাতু?

উঃ কৃৎ প্রত্যয়

১৩. বাবু কোন পদ?

উঃ বিশেষ্য পদ> স্বামী,ছেলে অর্থে / বিশেষণ পদ > ধনী/ বিলাসী অর্থে

১৪. "বাবু খাইছো" কী ধরনের ক্রিয়া?

উঃ অকর্মক সমাপিকা ক্রিয়া (কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না)

১৫. "বাবু খাইছো" কোন কাল?

উঃ সাধারৃন বর্তমান কাল

১৬. "বাবু খাইছো" কোন পুরুষ?

উঃ সাধারণ মধ্যম পুরুষ (তুমি, তোমরা)

১৮. "বাবু খাইছো?" কী ধরনের বাক্য?

উঃ সরল বাক্য এবং প্রশ্নসূচক বাক্য

১৯. "বাবু" শব্দের বিপরীত শব্দ?

উঃ বুড়ো (যুবক-বৃদ্ধ)

২০. "বাবু" শব্দের সমার্থক শব্দ?

উঃ প্রচলিত অর্থে - হিন্দু পরিবারের কর্তা বা বয়স্ক পুরুষ, সম্মানী ব্যাক্তি / আধুনিক অর্থে - প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, ভাতার অর্থে 😑

২১. "বাবু খাইছো" এর পরোক্ষ উক্তি কী?

উঃ বাবুর খাওয়া হয়েছে কিনা তা সে জানতে চেয়েছেন

২২. "বাবু খাইছো?" (বাচ্য পরিবর্তন-কর্ম)

উঃ বাবুর দ্বারা খাওয়া হয়েছে কী? 🤐

#ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।।।

md roky

4
$ 0.00
Avatar for roky
Written by
3 years ago

Comments

Sorry babu, i did not eat

$ 0.00
3 years ago

Khub valo

$ 0.00
3 years ago

thanks

$ 0.00
3 years ago