পিরামিড কি এলিয়েনদের তৈরি?

0 20
Avatar for robiul11
4 years ago

মিশরের গিজার পিরামিডগুলো আজ থেকে প্রায় ৪৬০০ বছর আগে তৈরি করা হয়েছিল। কীভাবে তৈরি করেছিল প্রাচীন মিশরীয়রা?

তখনকার সময় গ্রেট পিরামিড ৪৮১ ফুট উঁচু ছিল। এত বিশাল পিরামিড তৈরির জন্য আনুমানিক ২৩ লক্ষ পাথরের ব্লক প্রয়োজন হয়েছিল। একেকটা ব্লক কমপক্ষে ২ টন ভারী এবং সবচেয়ে বড় ব্লকগুলো প্রায় ২৫ থেকে ৮০ টন ভারী। তারা কীভাবে এত ভারী ব্লক বহন করেছিল? তাদের কাছে ক্রেন তো দূরে থাক, কোনো আধুনিক প্রযুক্তি ছিল না। এই ব্লকগুলো আবার ৮০০ কিমি দূর থেকে নিয়ে আসা হয়েছিল। কীভাবে তারা এই অসাধ্য সাধন করল?

শুধু তাই নয়, গিজার তিনটে পিরামিড কালপুরুষের বেল্টের তিনটে তারার সাথে মিল করে তৈরি করা হয়েছিল। কীভাবে প্রাচীন মিশরীয়রা তারার ব্যাপারে জানতে পারল? তাদের কাছে তো টেলিস্কোপ ছিল না।

তার মানে পিরামিড এলিয়েনরা তৈরি করেছিল! সেই এলিয়েনরা নিশ্চয়ই কালপুরুষ বেল্টের কোনো তারা থেকে এসেছিল!

না। মিশরের পিরামিড মানুষেরই তৈরি।

পিরামিড তৈরির জন্য তাদের ক্রেন ছিল না ঠিকই, কিন্তু তাদের ছিল লোকবল। প্রায় ২০ হাজার থেকে ৩০ হাজার শ্রমিক এই পাথরের ব্লকগুলো বহন করেছে। এরা শুধুই সম্রাটের চাকর ছিল না, এরা এক-একজন ছিল দক্ষ কর্মী। ২০ বছরেরও বেশি সময় লেগেছিল পিরামিড তৈরিতে।

৮০০ কিমি দূর থেকে পাথরের ব্লক বয়ে নিয়ে আসার জন্য তারা উদ্ভাবন করেছিল এক অভিনব কৌশল। ব্লক নিয়ে আসার পথে তারা পানি ছিটাত। ভিজে বালির ঘর্ষণ কমে যেত, আর তারা সহজেই ব্লক টেনে নিয়ে আসতে পারত।

কালপুরুষের বেল্টের তারার সাথে মিল রেখে পিরামিড তৈরি — এটা এমন কোনো আহামরি কাজ নয়। নিয়মিত তারা দেখলে আপনিও বের করতে পারবেন কালপুরুষ বেল্টের অবস্থান।

সুতরাং, পিরামিড এলিয়েনদের তৈরি — এটা একটা ভুল ধারণা। পিরামিড মানুষেরই তৈরি। মানুষের ক্ষমতাকে খাটো করে দেখা উচিত নয়।

তথ্যসূত্র:

১.https://api.nationalgeographic.com/distribution/public/amp/travel/travel-interests/arts-and-culture/ancient-sites-built-by-aliens

২.https://www.space.com/9704-ten-alien-encounters-debunked.html

৩.http://www.eloquentpeasant.com/2007/08/24/why-the-aliens-did-not-build-the-pyramids/

1
$ 0.00
Avatar for robiul11
4 years ago

Comments