গ্রহদের নামকরণ ও পৌরাণিক পরিবারগ্রহদের নামকরণ ও পৌরাণিক পরিবার

0 17
Avatar for robi11
Written by
4 years ago

পোস্টটা যদিও পুরাণ রিলেটেড তবুও পোস্ট করলাম। কারণ বিজ্ঞানের অনেক বিষয়েই পুরাণের ছোঁয়া আছে, বিশেষত গ্রহদের নামকরণের পেছনে পুরাণের পৌরাণিক পরিবার অঙ্গাঅঙ্গিভাবে জড়িত।

(পোস্ট বড়ো হয়ে যাবে বলে রিলেটেড পৌরাণিক গল্পগুলো স্কিপ করলাম)

➡ডকে ছবিসহ দেখতে https://docs.google.com/document/d/1_nVh7VG2YtEV3ABL84B0QuNtswKMGJpsTHY5OEHC7fk/edit?usp=drivesdk

বুধ :

ইংরেজি : Mercury (মারকিউরি)

গ্রিক : দেবতা হার্মিস (Harmes)

পিতা : দেবরাজ জিউস

মাতা : দেবী মেইয়া (Maia)

ভাই-বোন : ইয়াকাস (Aeacus), অ্যাঞ্জেলস

(Angelos), অ্যাফ্রোদাইতি

(Aphrodite), অ্যাপোলো (Apollo),

অ্যারেস (Ares), আর্টেমিস

(Artemis), অ্যাথেনা (Athena),

Dionysus, Eileithyia, Enyo,

Eris, Ersa, Hebe,

Helen of Troy, Hephaestus,

Heracles, Minos, Pandia,

Persephone, Perseus,

Rhadamanthus, the Charites,

the Horae, the Litae,

the Muses, the Moirai

স্ত্রী : Merope, Aphrodite, Dryope,

Peitho

সন্তান : Evander, Pan, Hermaphroditus,

Abderus, Autolycus, Eudoros,

Angelia, Myrtilus

রোমান : মেরকুইরিয়াস (Mercurius)।

মারকিউরি আর্থিক উন্নতি, বাণিজ্য

সম্পর্কিত দেবতা এবং বার্তাবাহক।

পাতালদেশের আত্মাদের প্রদর্শক

(guide)।

পিতা : দেবতা জুপিটার (Jupiter)

মাতা : দেবী মেইয়া (Maia)

সন্তান : ল্যারেস (Lares)

স্ত্রী : লরান্ডা (Larunda)

হিন্দু পুরাণ : চন্দ্রদেবের পুত্র (বুধ দেবতা)।

বুধ (সংস্কৃত: बुध) আরও অনেক

নামে পরিচিত যেমন সৌম্য (সংস্কৃত :

सौम्य, অর্থ : চন্দ্রের পুত্র),

রোহিনেয় (রোহিণীর পুত্র)।

শুক্র :

রোমান : ভিনাস (Venus)Proto-Italic শব্দ

*wenos-ওয়েনস (মানে ইচ্ছা)

থেকে এসেছে শব্দটা।

পদ। : ভালোবাসা, সৌন্দর্য, ইচ্ছা, সমৃদ্ধির দেবী।

পিতা : Caelus

মাতা : Dione

স্বামী : মঙ্গল (Mars) ভালকান (Vulcan)

সন্তান : Cupid, Aeneas

মেসোপটেমিয়ান : ইনেনা (Inanna)

ব্যাবিলোনিয়ান : ইশটার (Ishtar)

গ্রিক : Aphrodite (অ্যাফ্রোদাইতি)

পিতা : ইলিয়াডে-Zeus

মাতা : ইলিয়াডে-Dione

ভাই-বোন : Aeacus, Angelos, Apollo,

Ares, Artemis, Athena,

Dionysus, Eileithyia, Enyo,

Eris, Ersa, Hebe, Helen of Troy,

Hephaestus, Heracles, Hermes,

Minos, Pandia, Persephone,

Perseus,Rhadamanthus,

the Graces, the Horae, the Litae,

the Muses, the Moirai,

or the Titans, the Cyclopes,

the Meliae, the Erinyes (Furies),

the Giants, the Hekatonkheires

স্বামী : Hephaestus, Ares, Poseidon,

Hermes, Dionysus, Adonis,

এবং Anchises

সন্তান। : Eros,Phobos,

Deimos,Harmonia, Pothos,

Anteros, Himeros,

Hermaphroditus,Rhodos,

Eryx, Peitho, The Graces,

Priapus, Aeneas

হিন্দু পুরাণ : শুক্রাচার্য-অসুরদের গুরু ও

রক্ষক। শুক্র (সংস্কৃত: शुक्र) যে

শব্দের অর্থ "নির্মল, স্বচ্ছ, উজ্জ্বল,

একজন প্রাচীন ঋষি ও দেবতা যিনি

বৈদিক পুরাণ অনুসারে অসুর বা

দৈত্যদের গুরু। শুক্র হচ্ছেন ভৃগু

মুনির পুত্র, যিনি সপ্তর্ষির অন্যতম।

এছাড়াও বিভিন্ন হিন্দু গ্রন্থে তাকে

শুক্রাচার্য্য অথবা অসুরাচার্য্য নামে

উল্লেখ করা হয়।

পৃথিবী :

ইংরেজি : ‘আর্থ’ শব্দটি ইংরেজি ও জার্মান

উভয় ভাষার শব্দ নিয়ে তৈরি।

অ্যাংলো-স্যাক্সন (ইংরেজ-জার্মান)

শব্দ ‘Erda (ইর্ডা)’ থেকে শব্দটি

এসেছে এবং জার্মান ভাষায় একে

বলা হয় ‘Erde’ যার অর্থ ‘মাটি বা

ভূমি (Ground)’। পুরানো

ইংরেজিতে তা ছিল

'eor (th)e/‘Ertha’।

গ্রিক : Gaia

পিতা : Chaos (Hesiod), বা Aether

মাতা : Hemera (Hyginus)

মতভেদ আছে।

স্বামী : Uranus, Pontus, Aether এবং

Tartarus (মতভেদ আছে)

সন্তান : Uranus, Pontus, the Ourea, the

Hecatonchires, the Cyclopes,

the Titans, the Gigantes,

Nereus, Thaumus, Phorcys,

Ceto, Eurybia, Aergia, Typhon,

Python, and Antaeus

(মতভেদ আছে)

রোমান : টেরা (Terra)-পৃৃথিবীর দেবী

অন্য নাম : Tellus

Chaos

ভাই-বোন : Nox

স্বামী : Caelus বা, ইউরেনাস

সন্তান : শনি (Saturn)

হিন্দু পুরাণ : "পৃথিবী" শব্দটি সংস্কৃত।

এর অপর নাম "পৃথ্বী"।

পৃথ্বী ছিল পৌরাণিক রাজা 'পৃথুর' রাজত্ব।

মঙ্গল :

রোমান : Mars-যুদ্ধ দেবতা

পিতা : Jupiter

মাতা : Juno

ভাই-বোন : Vulcan, Minerva, Hercules,

Bellona, Apollo, Diana,

Bacchus ইত্যাদি।

স্ত্রী : Nerio, Rhea Silvia, Venus,

Bellona

সন্তান : Romulus, Remus, Cupid

গ্রিক : Ares-যুদ্ধ দেবতা (God of war)

পিতা : Zeus

মাতা : Hera

ভাই-বোন : Aeacus, Angelos, Aphrodite,

Apollo, Artemis, Athena,

Dionysus, Eileithyia, Enyo,

Eris, Ersa, Hebe, Helen of Troy,

Hephaestus, Heracles, Hermes,

Minos, Pandia, Persephone,

Perseus, Rhadamanthus, the

Graces, the Horae, the Litae,

the Muses, the Moirai

স্ত্রী : Aphrodite ইত্যাদি।

সন্তান : Erotes (Eros এবং Anteros),

Phobos, Deimos, Phlegyas,

Harmonia, Enyalios, Thrax,

Oenomaus এবং Amazons

হিন্দু পুরাণ : যুদ্ধ ও অকৃতদারের দেবতা মঙ্গল।

(কখনো কখনো মঙ্গলকে দেবতা

কার্তিকের সাথে মেলানো হয়।)

তাকে পৃথিবী/ভূদেবী ও বরাহ (বিষ্ণু

এর অবতার) এর পুত্রও বলা

হয়ে থাকে। মঙ্গল (সংস্কৃত:मङ्गल,

Maṅgala অর্থ: যার অঙ্গ লাল

বর্ণের) হলেন ভূমির পুত্র৷

বৃহস্পতি (Jupiter) :

ইংরেজি : Jupiter

গ্রিক পুরাণ : জিওস (Zeus)

দেবতাদের রাজা,আকাশ,বজ্র,

আইন,ন্যায়,বিচারের দেবতা।

পিতা : ক্রোনাস (Cronus), Rhea

স্ত্রী : হেরা,ইত্যাদি

ভাই-বোন : Hestia,Hades, Hera,

নেপচুন/Poseidon, Demeter,

Chiron

সন্তান : Aeacus, Agdistis, Angelos,

অ্যাফ্রোদাইতি (Aphrodite),

Apollo, Ares, Artemis,

Athena, Dionysus,

Eileithyia, Enyo, Epaphus

Eris, Ersa, Hebe, ট্রয় নগরীর

হেলেন (Helen of Troy),

Hephaestus, Heracles,

Hermes, Lacedaemon Minos,

Pandia, Persephone,

Perseus, Rhadamanthus,

the Graces, the Horae,

the Litae, the Muses,

the Moirai

রোমান পুরাণ : জুপিটার- রোমান পুরাণের প্রধান

দেবতা, বজ্রপাতের

দেবতা, দেবতাদের রাজা

পিতার নাম : স্যাটার্ন (Saturn)

মাতার নাম : অপস (Ops)

অন্য নাম : Jove

স্ত্রীর নাম : জুনো (বোনকে বিয়ে)

ভাই-বোন : Roman tradition:

জুনো (Juno), সেরেস (Ceres),

ভেস্তা (Vesta)

Greco-Roman:

প্লুটো (Pluto), নেপচুন (Neptune)

নর্স পুরাণ : থর (Thor)

সন্তান : হারকিউলিস (Hercules),

মঙ্গল (Mars), Vulcan, Bellona,

Juventas, অ্যাপোলো (Apollo),

Diana, বুধ (Mercury), Minerva

হিন্দু পুরাণ :বৃহস্পতি (সংস্কৃত: बृहस्पति)

বৃহস্পতি দেবতা হলেন

দেবতাদের গুরু/শিক্ষক, (অনেকের

মতে অগ্নিদেব), সৌভাগ্যের

প্রতীক। দেবরাজ ইন্দ্রের সাথেও

তুলনা করা হয়।

শনি (Saturn) :

ইংরেজি : স্যাটার্ন (Saturn)

রোমান : Saturnus (স্যাটার্নাস)-

রোমান কৃষি ও ধনদৌলত দেবতা।

পিতা : Caelus

মাতা : টেরা (Terra)

ভাই-বোন : জানুস (Janus),অপস্ (Ops)

স্ত্রী : অপস/ওপস্/Ops (বোনকে বিয়ে)

সন্তান : বৃহস্পতি/জুপিটার (Jupiter),

নেপচুন (Neptune), প্লুটো (Pluto),

জুনো (Juno), সেরেস (Ceres),

ভেস্তা (Vesta)

গ্রিক : ক্রোনাস

পিতা : ইউরেনাস (Uranus)

মাতা : Gaia

ভাই-বোন :Titans, Hekatonkheires,

Cyclopes ইত্যাদি।

স্ত্রী : Rhea

সন্তান : জিওস (Zeus), Hera, Hades,

Hestia, Demeter, Poseidon,

Chiron

হিন্দু পুরাণ : শনি দেবতা/ছায়াপুত্র-

মাতা : ছায়াদেবী

পিতা : সূর্যদেব

ইউরেনাস :

ইংরেজি : Uranus

গ্রিক : Uranus (Ouranos)

পিতামাতা : Gaia (Hesiod) বা, Aether

ও Gaia বা, Aether ও

Hemera বা, Nyx বা Eliuman

Beruth (Eusebius/Diodorus)

(মতভেদ আছে)

স্ত্রী : Gaia

সন্তান : The Titans (Oceanus,

Coeus, Crius, Hyperion,

Iapetus,Theia, Rhea,

Themis, Mnemosyne,

Phoebe,Tethys, শনি/Cronus),

The Hecatoncheires,

the Cyclopes, The

Erinnyes, the Giants,

the Meliads, Aphrodite /

অ্যাফ্রোদাইতি (ভিনাস/শুক্র)

রোমান : Caelus (আকাশের দেবতা)

পিতামাতা : Aether and Dies

স্ত্রী : Terra

নেপচুন (Neptune) :

আবিষ্কারকালীন নাম-"the planet exterior to Uranus" or, "Le Verrier's planet"- ‘ইউরেনাসের বাইরের গ্রহ’ বা ‘লে ভেরিয়ারের গ্রহ’

১ম সাজেশনকৃত নাম- জানুস (Galle দ্বারা)

আরেক সাজেশনকৃত নাম-ওসেনাস (Oceanus)- Challis দ্বারা (ইংল্যান্ড)

ইংরেজি : Neptune

রোমান : নেপচুনাস ( Neptūnus)-

সাগরের দেবতা

পিতা : শনি (Saturn),

মাতা : অপস্ (Ops)

ভাই-বোন : Jupiter, Pluto, Juno, Ceres,

Vesta

স্ত্রী : Salacia

সন্তান : Triton, Proteus, Rhodes,

Benthesikyme

গ্রিক : পোসাইডন (Poseidon)-

সাগর, ঝড়, ভূমিকম্পের দেবতা।

পিতা : Cronus

মাতা : Rhea

ভাই-বোন : Hades, Demeter, Hestia, Hera,

Zeus, Chiron

স্ত্রী : Amphitrite, Aphrodite, Demeter

ইত্যাদি।

সন্তান : Theseus,Triton, Polyphemus,

Orion, Belus, Agenor, Neleus,

Atlas, Pegasus, Chrysaor

তথ্যসূত্র :

1.উইকিপিডিয়া

2. ব্রিটানিকা

1
$ 0.05
$ 0.05 from @TheRandomRewarder
Avatar for robi11
Written by
4 years ago

Comments