What is JUSTICE LEAGUE : Snyder's Cut?

7 35
Avatar for rdredoy131260
3 years ago

I am a not big fan of DC comics. But i like their movie because of dark scene. They are master at it.Today i watch the trailer of batman. And now i am waiting for this movie.

I not write it i collect it from facebook. So,hope you all like it.

মেলাদিন আগের কথা। Zack Snyder নামক হলিউডের খ্যাতনামা পরিচালক দায়িত্ব পেলেন ডিসি কমিকসের আধারে মুভি বানানোর। তিনি প্রথমেই তৈরি করলেন 'Man Of Steel', সুপারম্যানের একক এই সিনেমা বেশ প্রশংসিত হয়েছিল সিনে পাড়ায়। এরপর থেকেই ডিসিকে নিয়ে জ্যাক দিনরাত স্বপ্ন দেখতে লাগলেন যে, কিভাবে ডিসির মুভিগুলোকে মার্ভেলের মতো জনপ্রিয় করা যায়। এই উচ্চাকাঙ্ক্ষা থেকেই পরবর্তীতে বানালেন 'Batman VS Superman' মারামারি চাই টাইপ মুভি। এই মুভিকে ক্রিটিকসরা তো ধুয়েছিলোই, সাথে সাধারণ দর্শকরাও মনোমতো গালিগালাজ দিয়েছিলো। তাই ভুল থেকে শিক্ষাগ্রহণ করে তিনি মনোযোগ দিলেন 'Justice League' মুভির দিকে, এটা হবে মার্ভেলের Avengers এর মতো। যেমনই হোক, এই মুভিটা ফাটাফাটি লেভেলে নিয়ে যেতেই হবে। এমনটা Warner-Bros'ও সেটাই চেয়েছিলো। সেজন্য জ্যাক সিদ্ধান্ত নেন, জাস্টিস লিগের টোটাল ৩ টা পার্ট বানাবেন। যেই কথা সেই কাজ, কোমর বেঁধে লেগে পড়লেন কাজে। মুভির শ্যুটিং এর পাশাপাশি অধিকাংশ কাজও শেষের দিকে ছিলো। কিন্তু তখনই হঠাৎ পারিবারিক ঝামেলার কারণে জ্যাক স্ন্যাইডার বন্ধ রাখেন মুভির কাজ আর এখানেই বাঁধে বিপত্তি।

হঠাৎ ওর্য়ানার-ব্রোসকে স্বপ্নে এসে কেবলা বাবা বলে যান, জ্যাককে দিয়ে জাস্টিস লিগ হবে না। যদি হয়ও সেটা হবে ইনজাস্টিস লিগ। এই স্বপ্নই পড়ে খেয়ে দেয় জ্যাকের তৈরি মুভির ভার্সনকে। ওর্য়ানার ব্রোস কোম্পানি ভাবতে থাকে, এদিকে মার্ভেলের মুভিগুলো যেমন ধুমাইয়া আয় করতাসে, ঠিক অন্যদিকে ডিসির মুভিগুলা কোনোমতে মুখ দেখানোর মতো ইনকাম করতাসে। এই ভাবনা থেকেই তারা ডিসিকে মার্ভেলের মশলা দিতে জাস্টিস লিগকে আবার তৈরির পরিকল্পনা করেন। জ্যাকের মতো তাদেরও যেমন কথা তেমন কাজ। এই মুভিকে পরিচালনার দায়িত্ব দেয়া হয় 'Avengers' (2012) এবং 'Avengers: Age Of Ultron'(2015) মুভিগুলোর পরিচালক Joss Whedon'কে। এখন এক এক পরিচালকের স্টাইল এক এক রকম। জশ উইডেন বানালেন নিজের মতো করে। আর এখানেই বাঁধে সবচেয়ে বড় বিপত্তি। কারণ, উইডেনের ভার্সন এবং স্ন্যাইডারের ভার্সনে আছে বিশাল পার্থক্য। এখন দুই পরিচালক বানিয়েছেন দুইরকম, একটা তো ২০১৭ সালেই মুক্তি পায় সিনেমাহলগুলোতে। কিন্তু, জ্যাক স্ন্যাইডারের ভার্সন কখনোই আশার আলো দেখেনি। জ্যাক ব্যাপারটা নিয়ে প্রতিবাদও শুরু করে দেন। তিনি ডিসি ও ওর্য়ানার ব্রোসকে বোঝাতে লাগলেন, তার তৈরি জাস্টিস লিগ একদম ভিন্ন জশ উইডেনের ভার্সন থেকে।

কয়েকটা পার্থক্য হলো :

১) ডিসির সবচেয়ে বড় খলনায়ক Darkseid আছে।

২) সুপারম্যানকে কালো এবং সিলভার স্যুটে দেখা যাবে।

৩) Flash এবং Aquaman, এই দুটো ক্যারেক্টারকে আরো বেশি সময় দেয়া হবে। সাথে থাকবে বেশি বেশি মারমার কাটকাট দৃশ্য।

কিন্তু, কে শুনে কার কথা। টনক নড়ে তখন, যখন বক্সঅফিসে মুভিটা মাইর খায়। তারপর থেকে আমরা জানি, ডিসি একবারে ভিন্ন আকারে পরিকল্পনা শুরু করে। মার্ভেল যেমন রুটিন মোতাবেক নিজেদের মুভিগুলো বানাতে থাকে, তেমনভাবে রুটিন করে ডিসি যে কোনটার পর কোন মুভি আসবে। তারই ধারাবাহিকতায় ডিসি ফ্যানডম নামে সারাদিনব্যাপী এক প্রোগ্রাম চলে দিনকয়েক আগে, যেখানে ডিসির আপকামিং সব মুভি ও সিরিজ নিয়ে বিশাল আপডেট জানানো হয়। এমনকি ব্যাটম্যান মুভির দুই মিনিটের টিজারও ছিলো, যেদিকে এই মুভির মাত্র ২৫% শ্যুটিং শেষ হয়েছে। মানে, ডিসি যে ভালোমতোই মাঠে নেমেছে তা বোঝাই যাচ্ছে। তবে সবচেয়ে বড় চমক ছিলো, 'Justice League: Snyder's Cut' এর ট্রেইলার। যা আগামী বছর HBOMax অনলাইন প্ল্যাটফর্মে মিনি সিরিজ আকারে মুক্তি পাবে। প্রথমে ২০১৭ সালে স্ন্যাইডার যে ভার্সন তৈরি করেছিলেন তা ছিলো প্রায় ৩ ঘণ্টার কাছাকাছি। তবে এখন বাজেট ২০ মিলিয়ন বাড়ানো হয়েছে উন্নত VFX'এর জন্য। তাই, এখন এই মুভি হয়ে যাবে ৪ ঘণ্টার সমান। এই ৪ ঘণ্টার প্রতিটি এপিসোড চারভাগে প্রকাশ পাবে। একটা সময় ডিসি ভক্তরা জ্যাকের জাস্টিস লিগের ভার্সনকে মুক্তি দিতে আন্দোলনও করেছিলো রাস্তায় নেমে 'Release The Snyder' Cut' নামক ব্যানারে। কিন্তু সময় যত পেরিয়ে যেতে থাকে, মানুষও মনে করা শুরু করে এসব স্ন্যাইডার কাটফাট বলে আসলে কিছুই নেই, সবই গুজব। তবে, এই শুজব যে সত্য তা এখন প্রমাণিত। ট্রেইলার মনকে শান্তি দেয়ার মতোই ছিল, আশা করা যায় ভালোই হবে। আপনারাও নিজেদের মতামত কমেন্ট জানাইয়েন। দিনশেষে তো, এটা জ্যাক স্ন্যাইডারের স্বপ্নের প্রোজেক্ট যা অবশেষে সবার কাছে পৌঁছাতে যাচ্ছে।

If you like the article please support me by doing like comment and subscribe.

Stay home,stay safe.

God safe us.

9
$ 1.38
$ 1.38 from @TheRandomRewarder
Sponsors of rdredoy131260
empty
empty
empty
Avatar for rdredoy131260
3 years ago

Comments

Subscribe done.back

$ 0.00
3 years ago

Okay

$ 0.00
3 years ago

Goog night

$ 0.00
3 years ago

What an story dear🙂🙂🙂i am so pleased.keep supporting me

$ 0.00
3 years ago