আশা করি সবাই ভাল আছেন। আজ আমি তুরস্কের সেনাবাহিনী সম্পর্কে কিছু কথা বলতে চায়।
শুধু যুদ্ধ সরঞ্জাম কিনলে যুদ্ধ জিতা যায় না। মিশর তার দেশ এর সিনাই উপত্যকায় আইএস এর ঘাঁটি উঠখাত করতে পারে নাই। অপর দিকে তুরস্ক তার সেনা বাহিনী নিয়ে সিরিয়া তে ypg/pkk জঙ্গি মিলিশিয়া এর বিরুদ্ধে মাত্র এক সপ্তাহ অভিযান চালিয়ে তারা সাফল্য পায়। অর্থাৎ সিরিয়া তে বাফার জোন তৈরি করে কুর্দি শরণার্থীর জন্য।
বর্তমান মধ্য প্রাচ্যে তুরস্কের সেনা বাহিনী খুব দক্ষ এবং সফল যুদ্ধ অভিজ্ঞতা তাদের ঝুরিতেই। লিবিয়া যুদ্ধে খলিফা হাফতার মিলিশিয়া বাহিনী কে পরাস্থ করতে সক্ষম হয়েছে লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত GNA সরকার। যার সমর্থন এ রয়েছে তুরস্ক কাতার ও ইতালি।
তুরস্ক খুব ধীর গতিতে তার লক্ষের দিকে এগিয়ে যাচ্ছে।
তারা আবার ইসলামি জাহানকে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ।
আরতুগ্রুল গাজির উত্তরসুরি বলে কথা। মিডল ইস্টে তার খুব ভাল ধরনের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। তারা সম্প্রতি খনিজ সম্পদ আহরন করা শুরু করে দিয়েছেন।
বিশ্বে মুসলমান উম্মাহ দের নেতৃত্ব দেওয়ার জন্য একজন আরতুগ্রুল দরকার। যা করবে তার উত্তরসূরীরা।
ঘরে থাকুন। সুস্থ থাকুন।
আল্লাহ আমাদের রক্ষা করুন।
Nice post dear please view my post click https://read.cash/@devjani/good-evening-all-user-4462a14c