জাতিসংঘের উদ্দেশ্যে ডিক্টেটর আলাদীন স্যার এখন নিউইয়র্কে.
The ᗪɪᴄᴛᴀᴛᴏʀ (2012)
Genres- Political Satire | Black/Adult Comedy
Actors- SB Cohen, A Faris, B Kingsley..
হালকা স্পয়লার..
উত্তর আফ্রিকার একটি ফিকশনাল কান্ট্রি 'ওয়াদিয়া'র ডিক্টেটর অর্থাৎ একনায়কতন্ত্র শাসক আলাদিন। কৈশোরের পূর্বেই দেশটির শাসক হয়ে যাওয়া যুবকটি এখনো বালকসুলভ কিন্তু অত্যাচারী, যৌনতাবাদী, পাশ্চাত্যবিরোধী.. এককথায় একজন স্বৈরশাসক।
আন্তর্জাতিকভাবে ও জাতিসংঘের প্রচেষ্টা দেশটিতে গনতন্ত্র জারি করা কিন্তু তার সকল প্লান একনায়কতন্ত্র অব্যাহত রাখা।
তাছাড়া একবছর পূর্বে দু'বার হত্যা করা ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়া হয়েছে দেশটিতে।
ওয়াদিয়ানের অনেক শব্দকে 'আলাদীন' নামে পরিবর্তন করা হয়েছে।
ইজরায়েল আক্রমণের জন্য পারমাণবিক অস্ত্রের কাজ চালাচ্ছেন।
ওয়াদিয়ার খনির তেলও রপ্তানি করবেনা, বাবার মৃত্যুর পূর্বে তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তাছাড়া তিনি প্রতিবছর বিভিন্ন স্পোর্টসের আয়োজন করেন এবং নিজেই খেলতে মাঠে নেমে যান আর জোরপূর্বক সব সেরা পুরষ্কার নিজের করে নিয়ে বিশ্ব রেকর্ড করছেন।
এরকম অগণিত গুণে গুণান্বিত আলাদীন স্যার জাতিসংঘের একটি কাউন্সিল মিটিংয়ের উদ্দেশ্যে নিউইয়র্কে আসেন কিন্তু সেই রাতেই তার সেক্রেটারি/চাচা(কিংসলি) জাতিসংঘের সমর্থক তার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে কিডনাপ করান।
এখন সামনে কি ঘটতে যাচ্ছে তার সম্পূর্ণ বিনোদন নেওয়ার জন্য অবশ্যই আপনাকে মুভিটি দেখতে হবে।
রিয়েল লাইফ ডিক্টেটর Kim Jong-il, Idi Amin, Muammar Gaddafi, Mobutu Sese Seko, Saparmurat Niyazov এদের থেকে অনুপ্রাণিত হয়ে মুভিটি করা হয়েছে বলে ঘোষণা করা হয়।
আর মুভির ওপেনিংটা সরাসরি ডেডিকেটেড করা হয়েছে Kim Jong-il–কে।
আলাদীনের চরিত্রে রয়েছেন Sacha Baron Cohen, তিনি একজন জাত কমেডিয়ান, সুতরাং তার পারফরম্যান্স নিয়ে কিছু বলার নেই।
তাছাড়া অন্যান্যরা ওকে ছিলো।
কিছু রাজনৈতিক, ধর্মীয় ও এডাল্ট ইস্যুর কারণে মেক্সিমাম মুসলিম দেশগুলোতে মুভিটি ব্যান করে দেওয়া হয়েছিল।
কিছু সিন কাটিং করেও অনেক দেশে এটি রিলিজ করা হয়েছিলো।
IMDb- 6.4/10
Rotten Tomatoes- 57% fresh
Metacritic- 58%
Google liked- 91%
PR- 6.5+/10
আন-অর্থডক্স প্লটের কারণে রেটিং কম।
🔚রেটিংয়ের হিসেব বাদ, সম্পূর্ণ মুভিটি বিনোদনে ভরপুর।
কমেডি লাভারদের জন্য Must Watch.
এডাল্ট এলার্ট দিয়ে রাখছি, সুতরাং পরিবারের সাথে না দেখে মুভিটি একাই দেখবেন। বিনোদনে ভরপুর মুভিটা দেখে অনেক মজা পাবেন আশা করি।