Movie: Sputnik (2020)
#Mild_Spoiler :
কাহিনী: কেমন হয় যদি আপনার দেশের পাঠানো নভোচারী মহাকাশ থেকে নিজের আহত রক্তাক্ত শরীর ,মাথার অর্ধেক নাই হয়ে যাওয়া মৃত সহকর্মী কে ছাড়াও একজন অনাকাঙ্ক্ষিত অতিথি কেও নিয়ে পৃথিবী তে ফেরত আসে ??? এবং দেখতে পারেন যে এই অতিথি প্রাণি ( যাকে আপনি এলিয়েন, সরীসৃপ, পা ওয়ালা শাপলা পাতা মাছ যা খুশি ভাবতে পারেন) টি প্রতিদিন রাতে একটা নির্দিষ্ট সময়ে তার মুখ থেকে বের হয়ে আসে,এবং কিছুক্ষণ পর আবার মুখ দিয়েই ভেতরে চলে যায়। ১৯৮৩ সালের সোভিয়েত রাশিয়ার নিউরো সাইকিয়াট্রিস্ট Tatiyana র জীবনের সবচে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় এটাই। প্রায় ৫ ফুট লম্বা এই এলিয়েন টা মানব শরীরে গলার ভিতরে মাত্র কয়েক সেন্টিমিটার জায়গা দখল করে থাকে।বেঁচে আসা নভোচারী Konstantin এর সম্পূর্ণ অজান্তেই হয় এসব।তার এটাও মনে নেই ওইদিন আসলে কি হয়েছিল। এত বড় একটা প্রাণি তার ভেতরে আস্তনা গড়ে থাকলেও তার শারীরিক অবস্থা র কোন অবনতি নেই উল্টা আরো বেশি উন্নতি হচ্ছে তার।সে জানেও না কেন তাকে এই সুরক্ষিত মিলিটারি বেসে আটকে রাখা হয়েছে।
Tatiyana কে বলা হয় যে কোন উপায়ে Konstantin আর এই এলিয়েন কে আলাদা করে ফেলার জন্য।
কিন্ত সেটা কি সম্ভব? তাদের সম্পর্ক কি শুধু ই শারীরিক লেভেলে আছে? এত বড় একটা পরজীবী র পুষ্টির উৎস কি???? বাকিটা একটা পুরোদস্তর Roller Coaster Ride......
রিভিউ:এই জনরার মুভির মধ্যে এটি সবচে আলাদা ধরনের মুভি নি:সন্দেহে। প্রায় ২ ঘন্টা র হলেও মুভিতে রক্তারক্তি / ভিজুয়াল এফেক্টের ছড়াছড়ি নেই। কাহিনি আস্তে ধীরে গতি নিয়েছে,অনেকটা অংশ ই ৩ লিড চরিত্রের মধ্যে কথোপকথনে দেওয়া হয়েছে।কিন্ত বোরড হওয়ার কোন সুযোগ ইই নেই।সাথে আসে সলিড অভিনয়।অনেকটা যেন " Alien Meets Manchester By The Sea"... Creature design টা বেশ আলাদা। কিছুটা Cute Innocent ভাইব ও আনার চেষ্টা করা হয়েছে।VFX আর BGM যথেষ্ট ভাল। শুধু ভাষা ছাড়া সব দিকেই এটা একটা হলিউড মুভি কে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে।
আমার কাছে এটা বছরের সেরা মুভিগুলোর একটা।
টরেন্টে ভাল কোয়ালিটি তেই পাবেন মুভিটা। B sub নেই মে বি।
Happy Watching
Good