6
24
তরী আমার কোন কিনারায় পাইনে খুজে কূল,
স্মরণ -পারের গন্ধ পাঠায় কমলা, নেবুর ফুল।
পাহাড়তলীর শালবনায়
বিষের মত নীল ঘনায়।
সাঝ পড়েছে ওই দ্বিতীয়ার -চাদ -ইহুদী -দুল!
হায় গো, আমার ভীন গায়ে আজ পথ হয়েছে ভুল।
পারাপারের ঘাটে প্রিয় রইনু বেধে না,
এই তরীতে হয়ত তোমার পড়বে রাঙা পা!
আবার তোমার সুখ-ছোওয়ায়
আকুল দোলা লাগবে নায়।
এই তরীতে যাব মোরা আর-না-হারা-গা,
পারাপারের ঘাটে প্রিয় রইনু বেধে না।
I loved to read it. Thank you my dear brother