পাকিস্তানে শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে বাংলাদেশে কেন খুলতেছে না? এটা কেমন প্রশ্ন ভাই পাকিস্তানের করোনা পরিস্থিতি কেমন খোঁজ নিয়ে দেখছেন। শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্যে যেসব শিক্ষার্থীরা চিল্লাচিল্লি করতেছে তাদের বললে ভাই কেনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাচ্ছেন, বলে বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি(ও আল্লাহ উঠায় নাও আমারে)। বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে তাই কি শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে কি লজিক মাইরি।
পাকিস্তানে গত ২৪ ঘন্টায় ২৫০৮১টা টেস্ট হয়েছে আক্রান্তঃ ৪৪১ মৃত্যুঃ ৬
আর বাংলাদেশে গত ২৪ঘন্টায় টেস্ট হয়েছে ১৪৭৫৫ আক্রান্তঃ ১৮২৭ মৃত্যুঃ ৪১
করোনা যার হয় তাই বুঝে। আমার নিজের খালুর হয়েছিল আল্লাহ রহমতে তিনি সুস্থ। সামনে আবার শীতকাল আসতেছে। আল্লাহ না করুক পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে। যাইহোক হুদায় চিল্লাচিল্লি না করে এতদিন বাড়ি থাকছেন। আর কয়েকটা দিন ধৈর্য্য ধরে বাসায় থাকুন। আশা করি সরকার সঠিক সিদ্ধান্ত নিবে। আল্লাহ সকলকে ধৈর্য্য দান করুক আমিন।
অনেক এ আছে যারা না বুঝে চিল্লা চিল্লা করে। তবে আপনি ভালো বলেছেন আমাদের নিজেদের সচেতন হওয়া উচিচ, আমরা সচেতন হলে সব আগের মতো সব টিক হয়ে যাবে।