তৈরি পোশাক রপ্তানি: অবশেষে বাংলাদেশকে টপকে গেল ভিয়েতনাম

1 2
Avatar for rasedul1234
3 years ago

নিউজ ডেস্ক: তৈরি পোশাকের রপ্তানি বাজারে কয়েক বছর ধরেই বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলে সক্ষমতার জানান দিয়ে আসছিল দক্ষিণ এশিয়ার দেশ ভিয়েতনাম। অবশেষে দেশটির রপ্তানি কৌশলের কাছে হার মানল মেইড ইন বাংলাদেশ। তৈরি পোশাকের রপ্তানি বাজারে বাংলাদেশকে ছাড়িয়ে ভিয়েতনাম এখন দ্বিতীয় শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। দুই দেশের রপ্তানি আয়ের পরিসংখ্যানে উঠে এসেছে এই তথ্য।

গেল অর্থবছর অর্থাৎ ২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত ১২ মাসে তৈরি পোশাক থেকে ভিয়েতনামের রপ্তানি আয় এসেছে ৩০ বিলিয়ন ৯১ কোটি ডলার আর বাংলাদেশের এসেছে ২৭ বিলিয়ন ৯৫ কোটি ডলার। অর্থাৎ বাংলাদেশের চেয়ে ভিয়েতনামের আয় প্রায় ৩ বিলিয়ন (২৯৬ কোটি ডলার) ডলার বেশি। মাসভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, গেল অর্থবছরের জুলাই, জানুয়ারি আর ফেব্রুয়ারি মাত্র এই তিন মাসে পোশাক খাত থেকে ভিয়েতনামের চেয়ে বেশি রপ্তানি আয় করেছে বাংলাদেশ। গেল অর্থবছরের মোট হিসাবে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে আগের বছরের চেয়ে ১৮.১২ শতাংশ। গতি হারিয়েছে ভিয়েতনামও। দেশটির রপ্তানি কমেছে আগের এক বছরের চেয়ে ৩.০৯ শতাংশ।

3
$ 0.00
Avatar for rasedul1234
3 years ago

Comments

all tnx

$ 0.00
3 years ago