আসসালামু আলাইকুম,শুভ সকাল।
ইসলাম একটি শান্তির ধর্ম, ইসলাম সকলকে নৈতিক শিক্ষা দান করে থাকে।এই ধর্ম গ্রন্থে প্রতিটি কাজই মানুষের জন্য সর্বদিক থেকে মঙ্গল ময়।রাসুল (স) সকালে ঘুম থেকে উঠে মেসওয়াক করে ফরজের নামাজ পরতেন তারপর এশরাক নামাজ পর্যন্ত বসে থাকতেন এবং এশরাক নামাজ পড়া হলে সকলকে কাজে বেড়িয়ে যেতে বলতেন।আসলে এটা একজন মানুষের হেলথের জন্য অনেক উপকারি,কারন সাকাল সকাল ঘুম থেকে উঠলে মন সতেজ হয়।মেসওয়াক করলে দাত পরিস্কার হয় ও মাড়ি শক্ত হয়। ফজরের ওযু করলে ঘুমের ভাবটা দুর হয় ও শরীর পরিস্কার হয়।ফজরের নামাজ পরলে তাহলে আর বেয়াম এর প্রয়োজন হয় না। এসব বিষয় আমরা খেয়াল করি না, ইসলাম আমাদের জন্য একটা পরিপূর্ণ গাইডলাইন। তাই আসুন আমরা সকলে ইসলামকে মনে চলি এবং ইসলাম অনুযায়ী ভোরের কাজ গুলো করেনি।
Carry on best of luck