আকাশে প্রচুর পরিমানে মেঘ দেখা যাচ্ছে, মনে হয় বৃষ্টি আসবে।ছখিনার মা ছখিনাকে বললো"মা বৃষ্টি হবে মনে হয় আজ, আজকে কি মিঠাই দিয়ে খই খাবি মা"? ছখিনা বললো হুম মা অনেকদিন হলো মিঠাই দিয়ে খই খাইনি, দেনা একটু মা আজকে খাই। দাড়া বৃষ্টি আসলে দুজনে মিলে দাওয়ায় বসে খাই খাবো।এইবলে সখিনার মা বাহিরে গেলো গরুর খাবার দিতে, বৃষ্টি আসলে শেষ হয়ে গেলো কিন্তু সখিনার মা আর ফিরে আসে না, সখিনা বাহিরে গিয়ে একি দেখলো! সব কিছু শেষ হয়ে গেলো পৃথিবীটা অন্ধকার হয়ে আসলো, পায়ের নিচের মাটিটা মনে হয় যেনো সরে গেলো, তার মা আর তাকে নিয়ে খই খাবে না। চলে গেলো না ফেরার দেশে,এই সপ্ন দেখে সখিনা ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে বসে আর ভাবে একি দেখলাম। এভাবে সপ্ন মানুষকে কাদায় আবার কখোনো হাসায়। তাই সপ্ন নিয়ে কখোনো ভয় পাবে না তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে।
ধন্যবাদ, সকলে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকুন।
খুব সুন্দর হয়েছে,সপ্ন ময় গল্প গুলি পরতে দারু লাগে।