স্কুল এর কথা মনে হলেই মনের মদ্ধে কতো মধুর সৃতি উকি দেয়! স্কুল জিবন শুধু চেয়ার, টেবিল, টিচার্স দের শাসন নয়।ছোট ছোট পা কখনো আস্তে আস্তে হেটে, আবার কখনো বন্ধু দের সাথে পাল্লা দিয়ে স্কুলে যাওয়া। স্কুলের মাঠে মারামারি করে শার্টের পকেট ছেরা, কলমের কালি দিয়ে শার্ট নস্ট করা। আবার সে কারনে মায়ের হাতের মার খাওয়া। ক্লাস টাইমে খাতার কাগজ দিয়ে বিমান বানিয়ে উড়ানো। স্যার, মেডামের আদর, আবার মাঝে মাঝে কঠোর শাস্থি। টিফিন টাইমে দু টাকার ঝালমুড়ি, আবার কখনো বারিথেকে ভাত এনে সবাই মিলে খাওয়া। সবসময় আনন্দ হাসিতে মেতে থাকা। আর শুধু ভাবতাম কবে বড় হব? কবে পরবো কলেজে? এখন তো কলেজ শেষ, কিন্তু স্কুল জিবন এর মত মধুর সপ্ন এখন শুধু শপ্নি থেকে যায়! প্রিয় স্কুল জিবন জানি আসবেনা আর ফিরে। তবে তুমি একমাত্র সময় যা মানুষ তার মরার আগে পর্যন্ত মনে রাখে। আমি আমার স্কুল জিবনকে খুব ভালোবাসি।
2
21
আমার ও মনে পরে