At the end of the last article I wrote, I had two questions:
1) Why do we use the word "radical change" in the case of human beings if at some point in their lives they cannot completely or partially cut off any of the effects of their previous lives?
2) If a person can really overcome this obvious effect of a previous life at any stage of his life, then what is the main role behind it?
However, I myself do not know the exact answer to all these questions. Then I will try some liqueur with my limited knowledge here.
First, radical change refers to a type of change that usually occurs very quickly and changes the structure of life, personal, family, social, state, etc., the essence of organizational practice, values, thinking from the very beginning. Needless to say, when your fundamentals change very quickly and extensively, your individual personality will go through a change also. As a result, people around you will begin to discuss you as a new person. Hopefully I have understood the meaning of the word radical change in a very general way.
Now the question is, is radical change possible in the case of humans? The answer to this question is very complex. One would think that no matter how much a person changes, he will still have some traces of his previous personality. In that case we cannot use the word radical change very easily. The other group will be able to present to you a thousand such examples where he will be able to make it clear that people can be completely changed from within. Of course, it is difficult to say how much a person has changed from the inside, if someone else guesses it will be 100% correct.
Then, for the sake of argument, it was assumed that radical change is possible in the case of human beings. Then another question automatically becomes relevant to you. That is, what exactly is the main reason behind this radical change in human beings. Is it a worldly matter deeply related to our daily life, or a spiritual thing that satisfy the thirst of our soul? Since radical change refers to a change in both the inner and outer space of man, can it be attributed to both worldly and spiritual influences?
The next episode will come tomorrow. Stay tuned. Thank you.
আমার লেখা সর্বশেষ আর্টিকেলের শেষদিকে আমার দুইটা প্রশ্ন ছিলঃ
১) মানুষ যদি জীবনের কোন মূহুর্তেই তার পূর্ববর্তী জীবনের প্রকট হওয়া কোন প্রভাব পুরোপুরি বা আংশিকভাবে কাটাতে না পারে তবে "আমূল পরিবর্তন" কথাটি মানুষের ক্ষেত্রে আমরা কেন ব্যবহার করি?
২) পূর্ববর্তী জীবনের এই প্রকট প্রভাব যদি মানুষ তার জীবনের কোন পর্যায়ে সত্যিই কাটিয়ে উঠতে পারে, তবে এর পেছনে মূখ্য ভূমিকা পালন করে কোন বিষয়টি?
যায়হোক আমি নিজেও এই সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে জানিনা। তারপর ও নিজের সীমিত জ্ঞান নিয়ে কিছু লিকার চেষ্টা করবো এখানে।
প্রথমত আমূল পরিবর্তন বলতে এমন এক ধরনের পরিবর্তন বোঝায় যা সাধারণত অনেক দ্রুত ঘটে এবং ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ইত্যাদি জীবনের অবকাঠামো, সাংগাঠনিক অনুশীলনের সারাংশ, মূল্যবোধ, চিন্তাভাবনাকে একদম শুরু তথা মূল থেকে পরিবর্তন করে। যখন আপনার মৌলিক বিষয়গুলো খুব দ্রুত ও ব্যাপক পরিবর্তন ঘটবে তখন এটা বলা বাহুল্য যে আপনার স্বতন্ত্র ব্যক্তিত্ব ও একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে। ফলে আপনার আশেপাশের মানুষজন আপনাকে একজন নতুন আপনি হিসেবে আলোচনা করতে শুরু করবে। আশাকরি আমূল পরিবর্তন কথাটির অর্থ খুব সাধারণ ভাবে বুঝাতে পেরেছি।
এখন কথা হচ্ছে, মানুষের ক্ষেত্রে আমূল পরিবর্তন সম্ভব কিনা? এই প্রশ্নের উত্তরটা খুবই জটিল। কারো কাছে মনে হবে, মানুষের যতই পরিবর্তন হোক না কেন, তার মধ্যে পূর্ববর্তী ব্যক্তিত্বের কিছুটা ছাপ রয়েই যাবে। সেক্ষেত্রে আমরা আমূল পরিবর্তন কথাটি খুব সহজেই ব্যবহার করতে পারিনা। আবার অন্যদলটি, এরকম হাজারটা উদাহরণ আপনার সামনে উপস্থাপন করতে পারবে যেখানে সে এই বিষয়টা পরিষ্কার করতে পারবে যে, মানুষ ভেতর থেকে পুরোপুরি বদলে যেতে পারে। অবশ্য একজন মানুষ ভেতর থেকে কতটা পরিবর্তন হয়েছে, অন্য কেউ অনুমান করলে সেটা শতভাগ ঠিক হবে কিনা তা বলা কঠিন।
অতঃপর তর্কের খাতিরে ধরেই নেয়া হলো যে, মানুষের ক্ষেত্রে আমূল পরিবর্তন সম্ভব। তখন আরেকটি প্রশ্ন আপনা আপনি প্রাসঙ্গিক হয়ে উঠে। সেটা হলো, মানুষের এই আমূল পরিবর্তনের পেছনে ঠিক কোন বিষয়টা মূখ্য ভূমিকা পালন করে। আমাদের দৈনন্দিন জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত দুনিয়াবি কোন বিষয়, নাকি আমাদের আত্নার তৃষ্ণা মেটানো আত্নিক কোন বিষয়? যেহেতু আমূল পরিবর্তন বলতে মানুষের ভেতর-বাহির দুই স্থানেরই পরিবর্তন নির্দেশ করে, সুতরাং এর পেছনে দুনিয়াবি এবং আত্নিক দুই ধরনের প্রভাবকেই দায়ী করা যেতে পার কি?
আগামীকাল আসবে পরবর্তী পর্ব। ততক্ষণ সাথেই থাকুন।ধন্যবাদ।