মা
কবিতা:: মা তুমি কি জানো??? আমি ধীরে ধীরে তুমি হয়ে যাচ্ছি,,, এখন আমার শরীরেও ঘামের গন্ধ বের হয়,,,, দুগ্ধ জলসানো রোদে বাড়ি ফিরি আমিও,, দুটো বোরখাই অনায়াসে কাটাতে পারি এক বছর,,, আমিও ক্লান্ত গুলো বালি চাপা দেয়,,,, চুল আচড়ানোর ভাবনা আমার মাথায় ই থাকে,, মা আমিও এখন গম্ভীর রাগি ঠিক তোমার মতোই,, অসুস্থতার ভিড়ে হাসির উপকরন গুলো কেন জানি তুচ্ছ লাগে,,, মা তুমি কি জানো আমি ধিরে ধিরে তুমিই হয়ে যাচ্ছি, তুমি বিছানায় সুয়ে ঘুমিয়ে পড়তে,, আর আমি ভাবতাম তুমি পৃথিবীর নিশ্চিন্ত এক মানুষ,, কিন্তু এখন বুঝি তুমি ছিলে ক্লান্তির কাছে বড্ড অসহায়, তুমি আমায় বেচে থাকতে শিখিয়েছো,, টিকে থাকতে নই,,, টিকে থাকার লড়াই তাই হয়তো ক্লান্ত আমি,,, যদি,যদি আর একবার বায়না ধরার সুযোগ পেতাম,, তবে তোমার কাছে বায়না ধরতাম,, মা মা আমি পালিয়ে যায়,, মা আমি পালাতে চাই,, এই দিকচক্র জীবন আমার কাছে বড্ড বেমানান।
Writer: নুসরাত জাহান
Love my mother lot ❤