করোনা সন্দেহ
করোনা সন্দেহ !!বাস্তবতা তুলে ধরলাম!!
সকাল বেলা হঠাৎ করে হাঁচি দিলাম যখন,,,, পাশে থেকে বউটা ভয়ে লাফিয়ে উঠলো তখন,,,, দুপুর বেলা হঠাৎ করে গায়ে এলো জর,,, বন্ধুরা সব চিৎকার করে বলল এখন সর,,, মাথা ব্যাথা নিয়ে যখন চলে আসলাম বাড়ি,, বউটা দেখি বাচ্চা নিয়ে চলছে বাপের বাড়ি,,, বললাম তারে কোথায় গো যাও কথা বলো না,,, 'করোনা' তে ধরেছে তোমায় তাও কি বুঝো না সন্ধাবেলা গলা ব্যাথা ভয় পেয়ে যায় আমি মনে হলো সত্যিই আমি করোনার আসামি ডাক্তার যখন রক্ত নিল পুলিশ আসলো তখন লাল ফিতা সব বেধে দিল বাড়ি লকডাউন দূরে গেল আশে পাশে আপন যারা ছিল করোনা ভাইরাস এখন আমায় মানুষ চিনালো বাড়িতে শুধু মা রয়েছে সবাই গেছে চলে,,, মাঝে মাঝে কিছু মানুষ মোবাইলে কথা বলে,, মহাবিপদে পাশে শুধু পরে রইল মা,,, তাইতো বলি 'মা' গো তোমার নেইকো তুলনা,, আস্তে আস্তে জ্বর তো গেলই গেল সর্দি কাশি,,,, এখন আমি ভালোই আছি নেইতো কোন হাঁচি,,,, হাসতে হাসতে বউটা এসে কামড় দিল জীভ,,,, শুধু শুধুই কষ্ট দিলাম ক্ষমা করো মোরে,,,, শত বিপদেও যাব না আমি কভু তোমায় ছেড়ে,,,, করোনা তুমি শিখিয়ে দিলে কে আপন কে পর,,, মায়ের চাইতে নেই তো আপন বাকি সবাই পর,,,,,,
Covid→19 Fact
Writer: নুসরাত জাহান
Nice