ক্লিকব্যাংকের বিকল্প ১০ টি সেরা সাইট | লাখ লাখ টাকা আয় করার সেরা সাইট

11 23
Avatar for nusart
Written by
3 years ago


আপনাদের জন্য ক্লিকব্যাংকের বিকল্প কিছু সাইট হাজির করতে যাচ্ছি যেখান থেকে আপনি বাংলাদেশে বসেই কাজ করতে পারবেন । আপ্নারা জানেন বাংলাদেশে ক্লিকব্যাংক পুনরায় বন্ধ করে দিয়েছে তাই আগের যারা ইউজার রয়েছে তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারলেও নতুন করে কেউ রেজিস্টার করতে পারবেন না । যাইহোক, আজকের পোস্টে দারুন কিছু সাইটের বর্ণনা করতে যাচ্ছি যেখান থেকে আপনি মার্কেটিং করে লাখ টাকা মাসে ইনকাম করতে সমর্থ হবেন যদি আপনি সেটা ডিজারভ করেন ।




  • Rakuten Linkshare:এটা হচ্ছে সবচেয়ে প্রফেশনাল অ্যাফিলিয়েট সাইটের অন্যতম একটা সাইট । এখানে কাজ করতে চাইলে প্রতিটা আলাদা পন্যের জন্য আলাদাভাবে সাইনআপ করতে হবে । এখানে ক্লিকব্যাংকের মত ইচ্ছামত যেকোনো পন্য নিয়ে কাজ করতে পারবেন না । আপনি এখানে সাইনআপ করবেন একজন প্রফেশনাল হিসাবে । এবং ইতিপূর্বে কাজের অভিজ্ঞতা দিয়েই এখানে আবেদন করতে হবে এবং অনার যদি মনে করে আপনি তার পন্যের সঠিক মার্কেটার তাহলেই কেবল আপনি সংশ্লিষ্ট পণ্যের আপ্রুভাল পাবেন । এই সাইটে কুকি ডিউরেশান প্রায় এক মাসের মত । এই সময়ে আপনার লিঙ্ক কেউ একবার ভিজিট করার পর পুনরায় সেই পণ্যে একাই যদি সে ভিজিট করে পন্য ক্রয় করে তাহলে সেই পন্য বিক্রির কমিশন আপনি পাবেন । এখানে পেমেন্ট নিতে পারবেন পেপালের সাহায্যে ।

  • CJ affiliate by cconvers: এটা হল কমিশন জাংশন এফিলিয়েট সাইট যার নাম অনেকেই শুনেছেন এবং এখানেও আগের সাইটের মত আলাদাভাবে সাইনআপ আপ্রভাল নিতে হয় তবে এখানে কাজ কিছুটা সহজ আগের সাইটের তুলনায় এবং এখানে পেমেন্ট মাধ্যম হল পেপার চেক, ব্যাংক ডিপোজিট কিংবা পেওনিয়ারের মাধ্যমে । সিজেতে কুকিজ মেয়াদ মাত্র ২৪ ঘণ্টা বা একদিন । যেকোনো সাইটে জয়েন করার আগে আপনি নিজের কতটা দিতে পারবেন সেটার সাথে কুকিজ মেয়াদ কতদিন হবে সেটাও গুরুত্বপূর্ণ । মেয়াদ যত বেশি হবে আপনার এফিলিয়েট সেলের পরিমাণ বৃদ্ধির সম্ভাবনাও বেড়ে যায় । এই সাইটেও রয়েছে হাজার হাজার বিভিন্ন রকমের পন্য যেখান থেকে আপনার পছন্দের পন্য নিয়ে আপনি শুরু করতে পারেন । 

  • Big Commercএটা হল একটা ইকমার্স সাইট যেখানে প্রায় ৬০ হাজার মার্চেন্ট রয়েছে । এখানে এফিলিয়েট প্রোগ্রামে ২০০% বাউন্তি পেমেন্ট প্লান রয়েছে যেখানে ৬০, ১৬০, ২৫০, ১৫০০, ডলার পর্যন্ত আয় করার সুযোগ রয়েছে । এখানে কুকিজ মেয়াদ ৯০ দিন । মানে আপনার আয়ের জন্য খুবই লম্বা একটা সময় । এবং এখানে ব্যানার, টেক্সট লাইন, উইকলি এফিলিয়েট নিউজলেটার এবং এসইও আডভাইজ প্রদান করা হয় । যেখান থেকে একজন এফিলিয়েত মারকেটার তার সেল বৃদ্ধি করতে পারে । 

  • Share A ss: অন্য সাইটগুলোর মত এখানেও আপনি সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারবেন এবং এই সাইটের রয়েছে ২০ বছর ধরে অনলাইনে সেবাদানের বিশ্বস্ত ইতিহাস । এখানে আগের মত সহজে যে কেউ এসেই এপ্রুভ পেয়ে যাবে না । আপনি যদি প্রফেশনাল লেভেলের এফিলিয়েট মার্কেটার হয়ে থাকেন এবং আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলেই কেবল এই সাইটে জয়েন করতে পারবেন তবে আপনার সাইটটা এফিলিয়েট সেলের উপযোগী কিনা সেটা নিশ্চিত হয়েই এখানে কাজ শুরু করার অনুমতি পাবেন । এখানে কুকিজ মেয়াদ ৪৫ দিন এবং এটা যথেস্ট সময় একজন এফিলিয়েট মার্কেটারের জন্য এবং এখানে পেমেন্ট মেথড ব্যাংক ট্রান্সফার কিংবা চেক । মাত্র ৫০ ডলার হয়ে গেলেই আপনি পেমেন্ট নিতে পারবেন । 

  • Market Health : এফিলিয়েট মার্কেটারদের কাছে অন্যতম পছন্দের সাইটের নাম হল মার্কেট হেল্‌থ । এই সাইট মুলত হেলথ এবং বিউটি রিলেটেড পন্য নিয়ে কাজ করে এবং এখানে কুকিজ মেয়াদ ৩০ দিন এবং এখানে পেমেন্ট অপশন হচ্ছে মেইলে প্রেরন করা চেক, ব্যাংক ট্রান্সফার, স্ক্রিল এবং প্রি পেইড ডেবিটকার্ড ভায়া পেয়নিয়ার । মাত্র ২০ ডলার হলেই মাসে ২ বার এখান থেকে পেমেন্ট নেয়া যায় । মাসের ১ তারিখ এবং ১৬ তারিখে পেমেন্ট দেয়া হয় । এখানে যদি আপনি দিনে ২০ টার বেশি সেল দিতে পারেন তাহলে সাইট অথরিটি স্পেশাল কমিশন প্রদান করবে এবং আপনার পছন্দমতভাবেই পেমেন্ট নিতে পারবেন । এই অফারটা কেবল ২০ এর বেশি সেল দিতে পারলে নয়ত এখানে যেসব পেমেন্ট মেথড বললাম সেভাবেই পেমেন্ট নিতে হবে বাংলাদেশ থেকে । বাংলাদেশে অসংখ্য মানুষ এই সাইটে কাজ করেন । 

  • Affiliate dot com : এখানে জয়েন করতে পারবেন একদম ফ্রিতে তবে আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন তাহলেই কেবল এখানে জয়েন করুন । নতুনদের জন্য এসব সাইট নয় । এখানে জয়েন করার ২ দিনের ভেতর আপনার আবেদন রিভিউ করা হবে এবং সবকিছু ঠিক থাকলে এখানে জয়েন কনফার্ম হবে । এখানে কুকিজ মেয়াদ ৩০ দিন এবং ১০০ এর বেশি দেশে এই সাইটের সার্ভিস রয়েছে । দেশের অনেক নামজাদা এফিলিয়েট মার্কেটার এই সাইটে কাজ করেন । এখানে ১০০ ডলার হলে মাসে এবং ১০০০ ডলার হলে সপ্তাহিক পেমেন্ট দেয়া হয় । পেপাল, পেওনিয়ার ছাড়াও বড় মার্কেটারগণ তাদের চাহিদামত অপশনে পেমেন্ট সার্ভিস পেয়ে থাকে । 

  • JVZOO: এই সাইট একদমই ক্লিকব্যাংকের মত তাই এখানে কাজকর্ম সবকিছুই অনেকটা ক্লিকব্যাংক টাইপ । তবে এখানে প্রতিটা পণ্যের জন্য আলাদা পারমিশন দরকার হয় এবং এখানে রয়েছে লাখ লাখ পন্য এবং আপনার পছন্দের যেকোনো পন্যসম্ভার নিয়ে আপনি এখানে কাজ শুরু করে দিতে পারেন । এই সাইট নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে যা আপনি এফিলিয়েট প্লেলিস্টে পেয়ে যাবেন এবং খুব সহজেই এখানে কাজ শুর করতে পারবেন । এবং আমি সর্বদাই বলে থাকি যারা ক্লিকব্যাংকে কাজ করতে চান কিন্তু অ্যাকাউন্ট করতে পারছেন না তারা এখানে জয়েন করুন এবং কাজ করুন । এখানে কুকিজ মেয়াদ মাত্র ২৪ ঘণ্টা এবং পেপাল, পেওনিয়ার, ব্লস্নাপ, জিফট, অথরাইজ ডট নেট এবং স্ত্রাইপ । এখানে বেশিরভাগ সাইটই বাংলাদেশে সাপোর্ট করে । আপনি যেকোনো সাইটে অ্যাকাউন্ট ভেরিফাই করে ব্যাংক যুক্ত করে পেমেন্ট তুলতে পারবেন তবে সেই সাইট একটা কমিশন নিবে । সবচেয়ে ভালো হয় এফিলিয়েট মার্কেটিংয়ের কাজ করতে চাইলে পেওনিয়ার অ্যাকাউন্ট থাকা । তাহলে আপনি খুব সহজেই পেমেন্ট সংক্রান্ত ঝামেলা থেকে মুক্তি পাবেন । 

  • Amazon: মিলিটারি ইকুইপমেন্ট ছাড়া দুনিয়াতে ব্যবহার করার মত যেকোনো পন্য রয়েছে আমাজনে । এখানে কোটি কোটি পন্য থেকে আপনার পছন্দের কিছু পন্য নিয়ে শুরু করে দিতে পারেন এফিলিয়েট বিজনেস । বাংলাদেশ থেকে অন্তত কয়েক হাজার মার্কেটার এই সাইটে কাজ করে । তবে আপনার নিজস্ব সাইট লাগবে । এখানে কুকিজ মেয়াদ ২৪ ঘণ্টা এবং এখানে পেমেন্ট নিতে পারবেন ব্যাংক, গিফট কার্ড কিংবা চেকের মাধ্যমে । বাংলাদেশ থেকে সবাই ব্যাংক ব্যবহার করে থাকে । মাত্র ১০০ ডলার হলেই এখান থেকে পেমেন্ট নিতে পারবেন । 

11
$ 0.00
Avatar for nusart
Written by
3 years ago

Comments

Thank you.

$ 0.00
3 years ago

Wow good info..

Apnke subscribe korechi, back korben plz....

$ 0.00
3 years ago

ok. Don

$ 0.00
3 years ago

GREAT

$ 0.00
3 years ago

Lovely..... 💓

$ 0.00
3 years ago

Thanks

$ 0.00
3 years ago

It's very good information sister

$ 0.00
3 years ago

Thanks

$ 0.00
3 years ago

Good

$ 0.00
3 years ago

joss

$ 0.00
3 years ago

nic

$ 0.00
3 years ago