উট খুবই সুন্দর একটা প্রাণী,
আমার খুব প্রিয় একটি প্রাণী হলো উট।
উট মরুভূমির উত্তপ্ত পরিবেশে এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত পানি পান না করে এবং কোন খাবার না খেয়ে বেঁচে থাকতে পরে তাই উট কে মরুভূমির জাহাজ বলা হয়।
আসলে উঠ তার কুঁজে চর্বি জমে রাখে, এর ওজন ৮০ পাউন্ড পর্যন্ত হয়। এর কারনেই উট এক/দুই সপ্তাহ না খেয়ে থাকতে পারে।
উট তার পিঠে করে অনেক বোঝা বইতে পারে।
মরুভূমিতে যাযাবর রা উট এর পাল নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়ায়।
আগে যখন গাড়ি ছিলোনা তখন মরুভূমিতে বোঝাই বহন করার জন্যে সব থেকে বেশি ব্যবহার হতে উট।
এখনো মরুভূমিতে উট দ্বারা বোঝাই বহন করা হয়।
উটের একটি রোগ হয় সেই রোগ হলে উট একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয়।
মৃত্যুর আগ পর্যন্ত উট সুর্যের দিকে তাকিয়ে থাকে।
এই রোগের নাম হলো হায়াম।
এই রোগ হলে উট জীবিত সাপ গিলে খায় তবেই এই রোগ ভালো হয়।
এই চিকিৎসা দেয়ার সময় উটের চোখ থেকে যে পানি বের হয়,
সেই পানি ও চিকিৎসার জন্য খুবই উপকারী বলে জানান চিকিৎসা বিজ্ঞানীরা। এই পানিকে তিরয়াক বলা হয়। তিরয়াক এমন এক ঔষধ যা কোনো প্রাণীর বিষকে নষ্ট করার জন্য তৈরী করা হয়, এটা বিষক্রিয়া নষ্ট করার চিকিৎসায় কার্যকরী।
Aita moruvumer khub upokara lage