ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়

0 22
Avatar for nipa7
Written by
4 years ago

ত্বক ফর্সা করার ঘরোয়া উপায় জানেন কি?

যদিও ফর্সা মানেই সুন্দর তা নয় তবুও আমরা চাই ত্বকটা একটু ফর্সা আর উজ্জ্বল হোক। মনে মনে সবারই এই ইচ্ছাটা থাকে। তাই সবাই অনেক প্যাক-ক্রিম ট্রাই করি ত্বক ফর্সা আর উজ্জ্বল করার জন্য। তবে যুগ যুগ ধরে ঘরোয়া পদ্ধতিতে ত্বক উজ্জ্বল করার এই প্রচেষ্টা অনেক বেশি কার্যকর হয়েছে। আজ তেমনি কিছু ঘরোয়া পদ্ধতিতে ত্বক ফর্সা করার উপায় নিয়ে লিখব।

ঘরোয়া পদ্ধতিতে ত্বক ফর্সা করার উপায়

(১) গুঁড়া দুধ ও লেবুর রসের হোয়াইটেনিং ফেইস প্যাক

একটি পাত্রে ১ চা চামচ গুঁড়া দুধ, ২ চা চামচ লেবুর রস আর ১/২ চা চামচ মধুর সাথে মিশিয়ে নিতে হবে। এবার পুরো মুখে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বক পরিষ্কার হওয়ার সাথে সাথে আগের তুলনায় অনেকটা উজ্জ্বল হয়ে উঠবে। সব ধরনের ত্বকেই এই প্যাক ব্যবহার করা যাবে। লেবুতে থাকা প্রাকৃতিক  ব্লিচিং উপাদান মধু আর দুধের সাথে মিশে ত্বক ফর্সা করে তুলতে সাহায্য করে। প্যাকটি তৈরি করে তেমন কোন বাড়তি ঝামেলাও নেই আর উপাদানগুলো প্রত্যেকের রান্নাঘরেই কমবেশি থাকে। আরেকটি কথা,  নিয়মিত এই প্যাক লাগালে ত্বকে ব্রণের সমস্যাও দূর হবে।

 (২) টক দই আর ওট মিলের স্কিন হোয়াইটেনিং মাস্ক

সারারাত ১ টেবিল চামচ ওট মিল ভিজিয়ে রেখে সকালে এটি পেস্ট করে এর সাথে ১ টেবিল চামচ টক দই মিশিয়ে মাস্ক তৈরি করুন। এটি নিশ্চিতভাবে ত্বক ফর্সা করে। নিয়মিত ব্যবহারে অবশ্যই ভাল ফল পাবেন। ড্রাই টু নরমাল ত্বকের জন্য এই প্যাক বেশ উপকারী।

(৩) আলুর খোসার স্কিন হোয়াইটেনিং ফেইস প্যাক

লেবুর রসের মত আলুর খোসায় ব্লিচিং উপাদান আছে । আলু খোসার পেস্ট নিয়মিত ত্বকে লাগান। নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল আর ফ্রেশ হবে। সব ধরনের ত্বকেই এই প্যাক ব্যবহার করা যাবে।

(৪) হলুদ আর টমেটোর ফেইস প্যাক

উজ্জ্বল ত্বক পেতে এক চিমটি হলুদ, ১ চা চামচ টমেটো বা লেবুর রসের সাথে মিশিয়ে মুখের ত্বকে লাগান নিয়মিত। অবশ্যই ত্বক ফর্সা হবে। আমরা কমবেশি সবাই জানি টমেটো ত্বকের কাল দাগ দূর করতে কতোটা কার্যকরী। টমেটোর ব্লিচিং উপাদান আর হলুদের ভেষজ উপাদান ত্বক ফর্সা করতে একসাথে কাজ করে। স্বাভাবিক থেকে তৈলাক্ত এবং শুষ্ক ত্বকে এই ফেইস প্যাকটি ব্যবহার করা যাবে।

(৫) আমন্ড ফেইস প্যাক

আপনি ৪-৫ টি আমন্ড সারারাত ভিজিয়ে রেখে এটি গুঁড়া করে পেস্ট তৈরি করে এর সাথে বাটার মিল্ক বা মালাই মিশিয়ে এই প্যাক ত্বকে লাগান। ১০-১২ মিনিট এই প্যাক ত্বকে রাখুন। এরপর কিছুক্ষণ স্ক্রাব করে ত্বক ধুয়ে ফেলুন। দেখবেন প্যাকটি ত্বকে উজ্জ্বলতা এনে দিতে দারুণভাবে কাজ করেছে। এই প্যাক আপনার ত্বক নরম করবে, ত্বকের মৃত কোষ দূর করবে আর ত্বক হবে উজ্জ্বল। তবে আপনি যদি মালাই ব্যবহার করতে না চান তাহলে মধু বা টক দইও ব্যবহার করতে পারেন। শুষ্ক ত্বকের জন্য বেশ উপকারী এটি।

 (৬) বেসনের ফেইস প্যাক

বেসন সব সময় আমাদের ত্বকের রঙ উজ্জ্বল করে ত্বককে তরুণ রাখতে সাহায্য করে। বেসনের সাথে বাটার মিল্ক মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগান আর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকে এই ফেইস প্যাক ব্যবহার করা যাবে না।

 (৭) পুদিনা পাতার ফেইস প্যাক

পুদিনা পাতায় বিদ্যমান অ্যাসট্রিজেন্ট ত্বকে পুষ্টি যোগানোর সাথে সাথে ত্বকে উজ্জ্বল করে তুলে। ১৫ থেকে ২০টি পুদিনা পাতা পেস্ট করে এটি মুখে লাগান এবং পুরো মুখে পেস্টটি লাগিয়ে ১০-১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। এটি ত্বককে টান টান করবে আর ত্বকের ছোট ছোট পোর ঢেকে দেবে।পুদিনা পাতায় অ্যালার্জি থেকে থাকলে এই প্যাকটি ব্যবহার থেকে বিরত থাকPa

 

* English Translate *

Do you know 9 home remedies to lighten the skin?

Although fair skin does not mean beautiful, we want the skin to be a little fairer and brighter. Everyone has this desire in their mind. So everyone tries a lot of pack-cream to whiten and brighten the skin. However, for centuries, this effort to brighten the skin at home has been much more effective. Today I will write about some home remedies to lighten the skin.

Ways to whiten skin in a homely way

(1) Whitening face pack of powdered milk and lemon juice

In a bowl, mix 1 teaspoon of powdered milk, 2 teaspoons of lemon juice and 1/2 teaspoon of honey. Now leave it on the whole face for 10 minutes and wash it off. As the skin clears, it will become much brighter than before. This pack can be used on all skin types. The natural bleaching ingredient in lemon mixed with honey and milk helps to lighten the skin. There is no extra hassle in making the pack and the ingredients are more or less in everyone's kitchen. In other words, regular application of this pack will also eliminate the problem of acne on the skin.

(2) Skin whitening mask of sour yogurt and oatmeal

Make a mask by soaking 1 tablespoon oatmeal overnight and pasting it in the morning and mixing 1 tablespoon sour yogurt with it. It definitely lightens the skin. With regular use you will definitely get good results. This pack is quite beneficial for dry to normal skin.

(3) Potato peel skin whitening face pack

Potato peels, like lemon juice, contain bleaching ingredients. Apply potato peel paste on the skin regularly. With regular use, the skin will be brighter and fresher. This pack can be used on all skin types.

(4) Yellow and tomato face pack

To get radiant skin, mix a pinch of turmeric, 1 teaspoon of tomato or lemon juice and apply it on the facial skin regularly. Of course the skin will be fair. We all know how effective tomatoes are in removing dark spots on the skin. The bleaching ingredients of tomatoes and the herbal ingredients of turmeric work together to whiten the skin. This face pack can be used on normal to oily and dry skin.

(5) Almond Face Pack

You can soak 4-5 almonds overnight and make a paste by mixing it with butter milk or cream and apply this pack on the skin. Put this pack on the skin for 10-12 minutes. Then wash the skin by scrubbing for a while. You will see that the pack has worked great to bring radiance to the skin. This pack will soften your skin, remove dead skin cells and the skin will be radiant. However, if you do not want to use Malay, you can also use honey or sour yogurt. It is quite beneficial for dry skin.

(6) Besan Face Pack

Bason helps to keep our skin young by brightening our skin color all the time. Make a paste by mixing butter milk with besan and apply it on the face and when it is dry, wash it off with cold water. This face pack cannot be used on oily skin.

(7) Mint leaf face pack

The astringent present in mint leaves nourishes the skin and brightens the skin. Paste 15 to 20 mint leaves and apply it on the face and apply the paste on the whole face and wash off after 10-15 minutes. It will tighten the skin and cover the small pores of the skin. If you are allergic to mint leaves, refrain from using this pack.

1
$ 0.00
Avatar for nipa7
Written by
4 years ago

Comments