Assalamualaikum....
I want to tell you all about one thing .....
Pregnancy is a complicated but happy time in the life of all mothers.
But at this time we get more mental pain than physical pain because we ourselves.
Today, even though we are educated, we do things that are not right. From the time a baby is born in pregnancy to the end, many mothers have to go through a lot of superstitions, laugh, pigeon, dab, this fish can't be eaten, it can't be done, it can't be done.There is a lunar eclipse. Etc.
According to these mothers become malnourished and after stress. So I will tell everyone not to pay any attention to this.
If your child is suffering from malnutrition today, you have to bear it.
Do not harm yourself with anyone's words. And an educated mother should never accept these superstitions.
Bangla Translate :
আসসালামুআলাইকুম...
সব আপুদের একটা বিষয়ে একটা বিষয় জানাতে চাই.....
গর্ভাবস্থা সব মায়েদের জীবনে একটি জটিল হলেও আনন্দের সময়।
কিন্তু এ সময়ে আমরা শারিরিক কষ্টের চেয়ে মানসিক কষ্ট বেশি পেয়ে থাকি তার কারন আমরা নিজেই।
আজ আমরা শিক্ষিত হয়েও এমন কিছু কাজ করি যা ঠিক না।
গর্ভাবস্থায় বাচ্চা পেটে আসা থেকে শুরু করে শেষ পর্যন্ত অনেক মাকে অনেক কুসংস্কারের মাঝে যেতে হয়, হাস, কবুতর, ডাব, এই মাছ সেই মাছ খাওয়া যাবেনাস এটা করা যাবেনা, ওটা করা যাবেনা, চন্দ্রগহন সূর্য গ্রহন তো আছেই। ইত্যাদি এসব মেনে মায়েদের পুষ্টির ঘাটতি হয় আর মানসিক চাপ পরে।
তাই সবাই কে বলবো এসবে কোন পাত্তা দিবেন না।
আজ আপনার বাচ্চা কোন অপুষ্টিতে ভুগলে আপনাকেই বহন করতে হবে।
কারো কথায় নিজের ক্ষতি করবেন না।
আর শিক্ষিত একজন মা কখনই এসব কুসংস্কার মানা ঠিক না।