Seven women who have won the Nobel Prize in Chemistry in 120 years

0 8
Avatar for nipa7
Written by
3 years ago

Seven women who have won the Nobel Prize in Chemistry in 120 years

So far, 185 people have won the Nobel Prize for their outstanding achievements in chemistry. There are 7 women winners.

Mary Curie was the first woman to win the Nobel Prize in Chemistry alone in 1911. He had earlier won the Nobel Prize in Physics in 1903. Irene Joliet Curie received the award in 1935. She is the daughter of Mary Currie and the wife of Frederick Joliet.

Dorothy Kraft Hodgkin won the Nobel Prize alone in 1964, Ada E Onath, an Israeli scientist, won the Nobel Prize in 2009, Frances H. Arnold won the Nobel Prize in 2018, Emmanuel Carpentier, 51, won the Nobel Prize in 2020 for developing gene editing techniques. .

Among them is Emanuel, a teacher at the Max Planck Unit for the Science of Pathogens in Berlin, Germany. And Jennifer Dodna is at the University of California, Berkeley in the United States.

* Bangla Translate *

১২০ বছরে রসায়নে নোবেল পেয়েছেন যে সাত নারী

রসায়নে অসামান্য কৃতিত্ব অর্জন করায় এ পর্যন্ত ১৮৫ জন নোবেল পুরস্কার পেয়েছেন। এর মধ্যে নারী বিজয়ী রয়েছেন ৭ জন।

মেরি কুরি প্রথম নারী হিসেবে ১৯১১ সালে এককভাবে রসায়নে নোবেল পুরস্কার পান। এর আগে তিনি ১৯০৩ সালে পদার্থ বিজ্ঞানেও নোবেল পুরস্কার পেয়েছেন। ১৯৩৫ সালে এ পুরস্কার জুলিতে নেন ইরেন জোলিয়ট কুরি। তিনি মেরি কুরির মেয়ে এবং ফ্রেডেরিক জোলিয়টের স্ত্রী।

১৯৬৪ সালে ডরোথি ক্রাউফুট হজকিন এককভাবে নোবেল পুরস্কার অর্জন করেন, ২০০৯ সালে ইসরাইলের বিজ্ঞানী আডা ই ওনাথ নোবেল পান, ২০১৮ সালে ফ্রান্সেস এইচ আর্নল্ড এবং ২০২০ সালে জিন সম্পাদনা কৌশল উন্নয়নের জন্য যৌথভাবে নোবেল পুরস্কার পান ৫১ বছর বয়সী ইমানুয়েল কারপেন্টিয়ার এবং ৫৬ বছর বয়সী জেনিফার এ ডোডনা।

এদের মধ্যে ইমানুয়েল জার্মানির বার্লিনের ম্যাক্স প্লাঙ্ক ইউনিট ফর দ্য সায়েন্স অব প্যাথজেনসের শিক্ষক। আর জেনিফার ডোডনা আছেন যুক্তরাষ্ট্রের বার্কলির ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে।

1
$ 0.00

Comments