খাসির মাংসের আচার

9 20
Avatar for nipa7
Written by
4 years ago
খাসির মাংসের আচার

★রেসিপি:

★খাসির মাংসের আচার★

খাসির মাংসের আচার সবার খুবই পছন্দের একটি খাবার।

যা খুব সহজে তৈরি করা যায়। আসুন জেনে নিই, কী কী উপকরণ লাগছে,এই রেসিপিতে এবং কিভাবে তৈরি করবেন খাসির মাংসের আচার।

মজাদার আচার

★উপকরণ:

১.খাসির মাংস -১কেজি

২.আদা বাটা -১ চা চামচ

৩.রসুন বাটা -১ চা চামচ

৪.পেঁয়াজ কুচি -৫ টেবিল চামচ

৫.মরিচের গুঁড়ো -১ চা চামচ

৬.হলুদের গুঁড়ো -১ চা চামচ

৭.গরম মসলার গুঁড়ো -১ চা চামচ

৮.আমের আচার -৩ টেবিল চামচ

৯.জলপাইয়ের আচার -৩ টেবিল চামচ

১০.তেল পরিমাণমতো এবং

লবণ স্বাদমতো।

★★★প্রণালি:

প্রথমে ১টি বাটিতে খাসির মাংস, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মসলার গুঁড়ো, তেল ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে মেরিনেট করার জন্য ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিতে হবে। এরপর প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। বাদামি হয়ে এলে মেরিনেট করা মাংস দিয়ে কষাতে হবে। তেল উঠে এলে পানি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মাংস সেদ্ধ হলে এর মধ্যে আমের ও জলপাইয়ের আচার দিয়ে পাঁচ মিনিট রান্না করতে হবে।

১চামচ টেস্ট করে দেখুন

অবশ্যই জ্বাল কম থাকবে এই সময়।এবার চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে গরম গরম পরিবেশন করতে পারবেন খাসির মাংসের আচার।

দেখতে অসাধারন

★★★নোট:

আপনারা চাইলে এই রান্নাটা গরুর মাংস দিয়ে ও করতে পারবেন।।

সবাই ভলো থাকুন সুস্থ থাকুন।

ধন্যবাদ।

3
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder
Avatar for nipa7
Written by
4 years ago

Comments

খাসির মাংসের আচার এই প্রথম দেখলাম আগে কখনো দেখার সৌভাগ্য হয়নি। তবে দেখে মনে হচ্ছে খুবই মজার হবে। এমন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ

$ 0.00
4 years ago

ওয়াও😍😍এই রকম খাবার হতে পারে ভাবিই নি।।।তবে দেখে খুব টেট্সি মনে হচ্ছে।।একদিন ট্রাই করতে হবে।আর অনেক ধন্যবাদ এই রেসিপিটা দেয়ার জন্য।।

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপু,অবশ্যই ট্রাই করনেম।খেতে খুব ভালো হয়।সবাই পছন্দ করবে।

$ 0.00
4 years ago

অনেক ভালো এবং সুস্বাদু একটা রেসিপি ।।আমি অবশ্যই এটা বাসায় তৈরি করে দেখবো এবং আশা করছি সবার এটা খুব ভালো লাগবে

$ 0.00
4 years ago

ধন্যবাদ।

$ 0.00
4 years ago

এই রেসিপিটা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আপনি সবসময় ভালো ভালো রেসিপি শেয়ার করেন। এটা দেখতে অনেক ভালো লাগছে। আশা করছি খেতে অনেক সুস্বাদু হবে৷

$ 0.00
4 years ago

দাদা অসংখ্য ধন্যবাদ। সবসময় আমাদের পাশে থাকবেন।

$ 0.00
4 years ago

Onk text hoice 😍😍😍😍

$ 0.00
4 years ago

Thanks

$ 0.00
4 years ago