চিংড়ির মুঠো কাবাব

6 22
Avatar for nipa7
Written by
3 years ago

★★ চিংড়ির মুঠো কাবাব★★

অনেক দিন পর আবার একটু ভাজাভুজি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তাই সন্ধ্যাবেলার চায়ের সঙ্গে এই কাবাব মন্দ লাগে না।।

★★ রেসিপি :

১) দুইকাপ চিংড়ি মাছ ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিতে হবে।

২)এবার ওর সাথে বড় দুটো পেঁয়াজ কুচি, 1 চা-চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, 1 কাপ ধনেপাতা কুচি ,স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ কুচি ,1 চামচ ফিস্ সস, 1 চামচ লেমন রাইন্ড ,1টা হাফ লেবুর রস, এক চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবন, দু-চামচ ময়দা, দু'চামচ কর্ণফ্লাওয়ার ও এককাপ পনির গ্রেট করা সব একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে।

৩) এমন করে যেন চিংড়ি মাছ গুলো গোটা না থেকে একটু ভেঙে ভেঙে যায়। এতে একটুও পানি ব্যবহার করা যাবে না।

৪) এবার কড়াইতে তেল গরম করে একটা ছোট বাটিতে একটু পানি নিয়ে তাতে হাতটা ডুবিয়ে ওই মাখাটা থেকে অল্প অল্প করে নিয়ে মুঠো মুঠো করে তেলে দিয়ে ডিপ ফ্রাই করে নিলেই রেডি চিংড়ি মাছের মুঠো কাবাব।গরম গরম পরিবেশন করুন।আপনারা চাইলে গরম ভাতের সাথেও খেতে পারবেন।

Easy recipe..

★★ নোট :

অবশ্যই চুলার তাপ লক্ষ্য রাখবেন যেন পুড়ে স্বাদ নষ্ট না হয়ে যায়।

6
$ 0.00
Avatar for nipa7
Written by
3 years ago

Comments

খুব সুন্দর হয়েছে তুমি অনেক সুন্দর রেছিপি জানো তোমার এই রেছিপি দেখে বানাতে ট্রাই করবো

$ 0.00
3 years ago

good idea for a lunch, thanks for sharing the recipe

$ 0.00
3 years ago

চিংড়ির কাবাব আমি কখনো খাইনি। চিংড়ি মাছ আমার অনেক প্রিয়। ধন্যবাদ নতুন রেসিপি দেওয়ার জন্য।

$ 0.00
3 years ago

nice recipe , keep it up and best of luck

$ 0.00
3 years ago

অনেক সুন্দর রেসিপি। দেখেই জ্বীভে পানি এসে যাচ্ছে। মনে হয় চিংড়ির মুটো কাবাব খেতে অনেক সুস্বাদু হবে। ধন্যবাদ আপনাকে।

$ 0.00
3 years ago

বাহ! অনেক সুন্দর, দেখেই তো খেতে মন চাচ্ছে।😋😋

$ 0.00
3 years ago