কোল্ড কফি

3 6
Avatar for monzur
Written by
3 years ago

আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি।চলুন জেনেনি সে সম্পর্কে।

কোল্ড কফি

উপকরণঃ-

*পানি ২ কাপ।

*ঠান্ডা দুধ ২ কাপ।

*চিনি ২ চামচ।

*কফি পাউডার ৩ চামচ।

*বরফ কুচি

*ক্রিম/ ঘন দুধ ২ চামচ।

প্রস্তুতকরণ ঃ-

এক চামচ পানিতে চিনি ও কফি পাউডার মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। অবশিষ্ট পানি গরম করে ফুটন্ত জলে ফেটানো কফি মিশিয়ে নামিয়ে নিন ও ঠান্ডা করে নিতে হবে। তারপর ব্লেন্ডারে ঠান্ডা দুধ ও কফি ভাল করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর এরই মধ্যে ১ টেবিল চামচ বরফ কুচি ও ক্রিম দিয়ে আরও একবার ভাল করে ব্লেন্ড করতে হবে। সবশেষে গ্লাসে ঢেলে ওপরে বাকি ক্রিম ও চিমটে গুঁড়ো কফি দিয়ে গার্নিশ করে নিতে হবে।

এভাবে তৈরি হবে জনপ্রিয় কোল্ড কফিটি।

3
$ 0.00
Avatar for monzur
Written by
3 years ago

Comments

Amar khub pochondar akta coffee ata khub valo lage friends dar satha adda dita dita ata khata

$ 0.00
3 years ago

আমার খুবই প্রিয় কোল্ড কফি। এই গরমে এটাই দরকার। আপনার কোল্ড কফি রেসিপি টা খুবই সহজ ও সুস্বাদু। আমিও অবশ্যই তৈরি করবো এই রেসিপি টা। অনেক ধন্যবাদ আপনাকে।

$ 0.00
3 years ago

কোল্ড কফি তৈরির রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোল্ড কফি খুবই ভালো লাগে পান করতে। মাঝে মধ্যে কফি পান করা উচিৎ।

$ 0.00
3 years ago