আমাদের গ্রাম

4 17
Avatar for monzur
Written by
4 years ago

আমাদের গ্রামটা একটা ছোট গ্রাম। কিন্তু এখানকার পরিবেশ খুবি শান্ত নির্জন। এই গ্রামের মধ্যখানে রয়েছে একটি ছোট্ট মাঠ। আর সেই মাঠ পেরিয়ে গ্রামের অন্য দিকে যাওয়ার জন্য রয়েছে একটি সুন্দর রাস্তা। আমাদের গ্রামের অধিকাংশ মানুষ কৃষি কাজ করে থাকে। তার নিজেরা শিক্ষিত না হলেও শিক্ষার মূল্য খুব বোঝে তাই সর্বচ্চ চেষ্টা করে তাদের সন্তানদেরকে শিক্ষিত করার জন্য। এ গ্রামে আজ অনেক গুনি মানুষের অবস্তান। অনেক বড় বড় সরকারী কমকর্তার বাস এই গ্রাম। আমাদের গ্রামের সৌন্দরর্যের আরো এক অনন্যতা এনেছে এর পাশদিয়ে বয়ে চলা ভৈরব নদী। এ নদী পার হয়ে বাচ্ছারা স্কুলে যাই। আসলে নদীটা বয়ে গেছে গ্রামের মধ্য দিয়ে। আমাদের গ্রামে ১ টি প্রাথমিক ও ১টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। আমাদের গ্রামে রয়েছে উভয় ধর্মনুসারীদের যথাক্রমে ১ টি মসজিদ ও মন্দির। সবচেয়ে ভালোলাগার ব্যাপার এই যে, এখানে ধনী দরিদ্র ভেদাভেদ নাই। সবমিলিয়ে আমার গ্রাম আমার কাছে সবার থেকে সেরা। আমি বার্ধক্যে এখানেই বিলিন হতে চায়। এ যেন এক অনন্য মায়াবী সূরে ডাকে আমায়। আমি আমার গ্রাম টিকে সত্তিই অনেক ভালোবাসি।

14
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder
Avatar for monzur
Written by
4 years ago

Comments

আমাদের গ্রাম অনেক সুন্দর। গ্রামকে অনেক মিস করি শহরে এসে। গ্রামে কাটানো দিনগুলো আমার জীবনে সবচেয়ে সুন্দর দিন ছিল।

$ 0.00
4 years ago

গ্রামের সৌন্দর্য মুগ্ধ করার মতো..আমিও আমার গ্রামকে অনেক ভালোবাসি

$ 0.00
4 years ago

Gram amar onak valo lage gramar sundorjo sokolkai mugdho kore. Amar khub priyo gram grame kholamela abohawa khub valo lage

$ 0.00
4 years ago