যেই আনন্দের সাথে জনপ্রিয় গায়ক নায়ক ব্যবসায়ীকে কিংবা ক্রিকেটারকে আমরা মাথায় তুলে রাখি ঠিক একই উৎসাহের সাথে আন্তর্জাতিক কোনো দাবা প্রতিযোগিতায় জিতে আসা খুদে দাবাড়ুকে বা গণিত অলিম্পিয়াডে মেডেল জিতে আসা ছাত্র ছাত্রীকে কিংবা কোডিং প্রতিযোগিতায় মাত করে আসা ছেলেটিকে আর তার সাফল্যকে জাতীয় পর্যায়ে উদযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে আমাদের |জ্ঞান ভিত্তিক সমাজ গড়ার এটাই প্রথম ধাপ|গণিত অলিম্পিয়াড ,রোবোটিক্স বা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়ার সময় আমাদের ছেলেমেয়েরা সামান্য একটা স্পনসর পেতেও অনেক বাধার মুখে পরে|অনেকেই বলে "এসব জিনিস পাবলিক খায় না" ....খায় না বলেই তো খাওয়ানোর অভ্যাসটা করে দিতে হবে |আমাদের মেধার অভাব নেই কিন্তু পৃষ্ঠপোষকতার দৃষ্টিভঙ্গিটা এখনো অনেক অগভীর |আমার চোখে আসল সুপারহিরো সেইসব ছেলেমেয়ে যারা জ্ঞানভিত্তিক বুদ্ধিদীপ্ত বিভিন্ন কর্মকান্ডের সাথে যুক্ত !!
2
10
Apne thik bolsan. Thank you