7
25
যে মানুষটি বন্ধুত্বের বেশি কিছু চায় না, তাকে 'ভালোবাসি' বলে ফেললে, প্রায়ই, বন্ধুত্বটুকুও চলে যায়। অনেকেই আছে, যাদের দেখলে মনে হয়, সে বুঝি ভালোবাসা চায়, যদিও সে চায় আসলে বন্ধুত্ব। সে হয়তো বন্ধুত্ব রাখতে চায়, এর বেশি কিছু না। আবার অন্য মানুষটি চায় বন্ধুত্বের চাইতে বেশি কিছু। তখন সে বন্ধুত্বের চাইতে বেশি কিছু দেবার অভিনয়টা করে যায় সম্পর্ক টিকিয়ে রাখার স্বার্থে। একসময় শুরু হয় ভুল বোঝাবুঝি; অতঃপর, বন্ধুত্বেরও ইতি! জোর করে ভালোবাসা পাবার চেষ্টা করার কোনও মানেই হয় না, তার চাইতে বন্ধুত্বের উষ্ণতাটুকু বাঁচিয়ে রাখা অনেক ভালো।
Nice article Dear, pls subscribe me.