সম্মান এমন একটা জিনিস যেটা সবাই দিতে জানে না আবার কেউ নিতে জানে না। সম্মান খুবই গর্বের একটা জিনিস। নিজে যদি সম্মান পেতে চাও তাইলে অন্যকেও তোমার সম্মান দিতে হবে। নিতে সম্মান পেতে চাইবে কিন্তু অন্যকে সম্মান করবে না তাহলে ধীরে ধীরে কেউ তোমাকেও আর সম্মান করবে না।
যোগ্য মানুষকে সম্মান দিলে সেই সম্মান বৃথা যায় না। বরং তার ফলটাও অনেক ভালো হয়। আমরা সচারচর কাদের বেশি সম্মান করি? হয়তো ধনীদের, বড় বড় নেতাদের। কিন্তু যাদের আসলে সম্মান পাওয়ার যোগ্য তারা সম্মান পায় না।
আমাদের যারা শিক্ষা দেন তারা হলে শিক্ষক। কিন্তু আজকাল কার যুগে দেখা যাচ্ছে যাদের হাত ধরে আমরা শিক্ষিত হচ্ছি তাদের আমরা সম্মান দিতে পারছি। কিন্তু যাদের শিক্ষা নেই তাদের ঠিকই সম্মান দিয়ে যাচ্ছি। তাতে কি কোনো লাভ আছে।
সম্মান কোনো খেলনা জিনিস নয়। যে কেউ চাইলো সেই পেয়ে গেল। সম্মান পাওয়ার মত তাদের সেই মানের লোক হতে হবে। পৃথিবীর সব মানুষ এক নয়। কেউ হয়তো গরিব, কেউ হয়তো ধনী, কেউ হয়তো কালো, কেউ হয়তো সুন্দর, কেউ হয়তো খাটো, কেউ হয়তো লম্বা। কিন্তু আমরা সবাই মানুষ। এখানে সবারি সম্মান পাওয়ার অধিকার আছে। যার সম্মান পাওয়ার যোগ্য তাকেই সম্মান দিতে হবে। অযোগ্যকে সম্মাব দিলে সেটা পরবর্তিতে খারাপ হবে। কথায় আছে না, লাই দিতে দিতে কুকুর মাথায় উঠে। তেমনি অযোগ্যকে সম্মান দিতে দিতে এমন হবে যে তার খারাপ কিছু তখন খারাপ থাকবে না।
তাই আমি বলতে চাই, সবাইকে সম্মান দাও ভালো কথা। কিন্তু যারা সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে সবার আগে সম্মান করো তাহলে তুমিও সম্মান পাবে। কিন্তু যারা সম্মানের যোগ্য নয় তাদের সম্মান দিবে ঠিক ই কিন্তু তুমি তার থেকে সম্মান টা আর পাবে না।