করোনার প্রথম দফার ভ্যাকসিন বাজারে

3 15
Avatar for mdrasedul53
4 years ago

আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের ডিসেম্বরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) উদ্ভব। সেটি ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। ইতিমধ্যে এই ভাইরাসে মারা গেছেন বিপুল সংখ্যক মানুষ। তাই এর ভ্যাকসিন আবিষ্কারে দিন-রাত চেষ্টা করছেন বিজ্ঞানীরা। কে কার আগে এই প্রতিষেধক আবিষ্কার করবেন, চলছে সেই প্রতিযোগিতা। এরই মধ্যে কয়েকটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল হয়ে গেছে। এখন পর্যন্ত সুখবর দিয়েছেন অনেকে। তবে দৌড়ে এগিয়ে রয়েছে রাশিয়া।

ইতোমধ্যে তাদের আবিষ্কৃত করোনাভাইরাস বিরোধী রাশিয়ান টিকা ‘স্পুটনিক-৫’ এর প্রথম ব্যাচ জনসাধারণের জন্য বাজারে ছাড়া হয়েছে। মস্কোর গামায়েলা ন্যাশনাল রিসার্চ সেন্টার অব এডিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি ও দ্য রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি করা হয়েছে এই টিকা। তবে এটি নিকট খুব শিগগিরই বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে দেশটির।

4
$ 0.00
Avatar for mdrasedul53
4 years ago

Comments

2020 is bad year .......your information is so good

$ 0.00
4 years ago

Nice information...subscribe done plz back it

$ 0.00
4 years ago

Apnake subscribe korlam, back korben...🙂

$ 0.00
4 years ago