৮ হাজার জাম্বো বিমান প্রয়োজন করোনা ভ্যাকসিন সরবরাহে

1 8
Avatar for mdrasedul53
3 years ago

করোনা ভ্যাকসিন বিশ্বজুড়ে সরবরাহের কাজটি হবে বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য এযাবৎকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। খাতটির সংশ্লিষ্ট আন্তর্জাতিক জোট ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটি (আইএটিএ) এ তথ্য জানিয়ে বলেছে, এ কাজে প্রয়োজন পড়বে ৮ হাজার বোয়িং ৭৪৭ এর সমপরিমাণ জাম্বো বিমান।

বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, এ পর্যন্ত মহামারি কোভিড-১৯ এর কোনো ভ্যাকসিন নেই। কিন্তু ভ্যাকসিন আসার সঙ্গে সঙ্গে তা পরিবহনে এয়ারলাইন্স, বিমানবন্দর, আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক সংস্থা এবং ভ্যাকসিন উৎপাদক কোম্পানিগুলোর সঙ্গে ইতোমধ্যে কাজ শুরু করেছে জোট ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটি।

2
$ 0.00
Avatar for mdrasedul53
3 years ago

Comments