যুক্তি

0 39
Avatar for mamun16
3 years ago

ণত ভূমিকা

প্রান্ত বা সীমা অর্থে উদ্দেশ্য ও বিধেয়কে পদ বলা হয়। অন্যদিকে, বাংলা ব্যাকরণ অনুসারে

erte বাক্যের প্রতিটি অর্থপূর্ণ শব্দ হচ্ছে পদ, আর এ অর্থপূর্ণ শব্দগুলাের মধ্যে কিছু থাকে উদ্দেশ্য

হিসেবে এবং কিছু থেকে বিধেয় হিসেবে। এদিক থেকে ব্যাকরণ পদ এবং যুক্তিবিদ্যার পদ

সম্পর্কিত।

উল্লিখিত আলােচনার প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে, দুটি পদ নিয়ে একটি বচন গঠিত হয়।

দুই বা ততােধিক বচন নিয়ে একটি যুক্তি গঠিত হয়। এই যুক্তি আমরা ব্যবহার করি

অনুমানকে প্রমাণের ক্ষেত্রে। মানসিক প্রক্রিয়া হিসেবে অনুমান সংঘঠিত হয় চিন্তায়। আর

এই চিন্তাই হচ্ছে যুক্তিবিদ্যার মূল আলােচ্য বিষয়। এদিক থেকেই যুক্তিবিদ্যাকে বলা হয়

চিন্তার বিজ্ঞান। তবে চিন্তার বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা আমাদের চিন্তা করতে শেখায় না,

বরং এর মাধ্যমে আমরা চিন্তার নিয়মাবলি শিখে থাকি। অর্থাৎ কীভাবে চিন্তা করলে আমরা

সত্যকে অর্জন ও মিথ্যাকে বর্জন করতে পারব, যুক্তিবিদ্যা আমাদের তা-ই শেখায়।

বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব হিসেবে মানুষের রয়েছে চিন্তা করার সহজাত প্রবণতা। আর এ

চিন্তা সংক্রান্ত একটি বিষয়ই হচ্ছে যুক্তিবিদ্যা। দর্শনের সূচনা থেকেই যুক্তির ব্যবহার

পরিলক্ষিত হলেও শাস্ত্রগতভাবে এর আলােচনা শুরু করেন বিখ্যাত গ্রিক মনীষী

অ্যারিস্টটল। এ জন্য অ্যারিস্টটলকে বলা হয় যুক্তিবিদ্যার জনক। তবে সভ্যতার

সম্প্রসারণের সাথে সাথে জ্ঞানের ক্ষেত্র বিস্তৃত ও পরিবর্তিত হওয়ায় যুক্তিবিদ্যাও হয়েছে।

পরিবর্তিত, পরিবর্ধিত, সংশােধিত। যেসব বিশিষ্ট যুক্তিবিদের গবেষণায় যুক্তিবিদ্যা নতুন

আঙ্গিকে রূপায়িত হয়েছে তাদের মধ্যে আরভিং এম কপির নাম বিশেষভাবে উল্লেখযােগ্য।

বস্তুত কপি তাঁর গবেষণা কেবল সাধারণ যুক্তিবিদ্যার আলােচনার মধ্যেই সীমাবন্ধ রাখেননি।

তিনি যুক্তিবিদ্যার বাচনিক দিকের পাশাপাশি গাণিতিক দিকটির প্রতিও সবিশেষ গুরুত্ব

আরােপ করেছেন। যুক্তিবিদ্যার এই গাণিতিক দিকই প্রতীকী যুক্তিবিদ্যা নামে পরিচিত।

কপির দুটি বিখ্যাত গ্রন্থে যুক্তিবিদ্যার সাধারণ ও প্রতীকী এ দুটি দিক সম্পর্কে বিস্তারিত

বর্ণনা পাওয়া যায়। অত্যন্ত জনপ্রিয় ও বহুল পঠিত এ দুটি গ্রন্থের একটি হচ্ছে

‘ Introduction to Logic ', যেখানে তিনি সাধারণ ভাষায় বর্ণিত যুক্তিবিদ্যার বিভিন্ন দিক

নিয়ে আলােচনা করেছেন এবং অন্যটি হচ্ছে ‘ Symbolic Logic '। এ গ্রন্থে তিনি প্রতীক

ব্যবহারের মাধ্যমে যুক্তিবিদ্যার গাণিতিক বিষয়াবলির বিভিন্ন দিক তুলে ধরেছেন। বর্তমান

গ্রন্থে কপির ‘ Symbolic Logic ' গ্রন্থের অনুসরণে যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যবহার সম্পর্কিত

বিভিন্ন বিষয় আলােচনা করা হয়েছে।

1
$ 0.00
Avatar for mamun16
3 years ago

Comments