পঞ্চম অধ্যায়
সত্যসারণী
TRUTH TABLE
প্রথম পরিচ্ছেদ : সত্যসারণীর স্বরূপ ও
গঠনবিন্যাস
Nature and Structure of Truth Table
আলােচনা করেছি, প্রতীকী যুক্তিবিদ্যার মূল কাজ
হচ্ছে প্রতীক প্রবর্তনের মাধ্যমে
সভাতা বা মিথ্যাত্ব এবং যুক্তির বৈধতা বা অবৈধতা
নিরূপণ করা। আর বচনের এই
रা মিহ্যাত্ব এবং যুক্তির এই বৈধতা বা অবৈধতা
নিরূপণের একটি অন্যতম প্রক্রিয়া
সতাসারণী (Truth-table) পদ্ধতি। বর্তমান
অধ্যায়ে এই সত্যসারণী পদ্ধতি এবং
মে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলােচনা করা
হয়েছে।
সারণীর স্বরূপ
tere of Truth-Table
যুক্তিবিদ্যায় আলােচিত বচন বা যুক্তির মান নির্ণয়ের
একটি অন্যতম মৌলিক প্রক্রিয়া
সতাসরণী। মূলত বাচনিক কলনের অন্তর্ভুক্ত বচন
বা যুক্তির ক্ষেত্রে সত্যসারণীর
ওরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে থাকে।
ত সারণী বলতে আমরা তালিকা বা ছককে বুঝে
থাকি। এদিক থেকে সত্যসারণী
সত-মিথ্যার তালিকা বা ছক। সত্যসারণী পদ্ধতি
প্রয়ােগের মাধ্যমে সরল বা জটিল
0
8