"বেলা শেষে হতে চললো।" 🙂
"সূর্য অস্ত যাওয়ার খুব কাছে।" 🎀
ঘড়ির কাঁটা অন্ধকারের দিকে অসহায় ভাবে তাকিয়ে লড়াই করছে যদি থেমে যেতে পারে! প্রত্যেক ট্রল প্রেমী মানুষ গুলো যেনো কেমন ক্লান্ত। পরিসংখ্যান গুলো যেনো কেমন গতি কমে আসছে। রেকর্ড এর মাইলস্টোন গুলো বুড়ো হতে যাচ্ছে।😌
সুন্দর সুন্দর ট্রফি গুলো অসাধারণ দের চুমু দেওয়ার দিন যেনো গুটিয়ে আসছে। ট্রান্সফার মার্কেটে ঝড় উঠবে না বলে মন খারাপ এজেন্ট গুলোর। ট্রেনিং সেশনের খুশি গুলো মুখ শুখিয়ে থাকতে শুরু করেছে।😌
১০ আর ৭ এর জার্সি গুলো মন মরা করে ড্রেসিং রুমের লকার বন্ধ হলেই আজকাল লুকিয়ে কান্না করে। এডিডাস আর নাইকের লাক্সারি জুতো, ট্রাক শুট, স্লিপার গুলো বিশাল মন খারাপ স্পর্শ পাওয়ার দিন যেন কমতে যাচ্ছে।😌
প্ল্যানিং বোর্ডে প্ল্যানিং করার সময় নাম গুলো যখন বাদ পরতে যাচ্ছে অদৃশ্য অসহায়ত্বের মাঝে ওই জড়বস্তু গুলো যেনো মন খারাপ করে থাকে।😌
চ্যাম্পিয়ন্স লিগে উল্লাস গুলো কেমন ফ্যাকাসে।
দু পা ছড়িয়ে কিংবা দু হাত তুলে সেলিব্রেশন গুলো নিজেদের গুটিয়ে নিতে প্রস্তুত করছে।
একে অপরের একা ম্যাচ বার করে আনার ভিউ অফ পয়েন্ট এর ঝগ্রা গুলো ব্যাক গুছিয়ে নিচ্ছে।
এখন তো প্রতি গ্যালারি ও নিস্তব্দ। আর নাম ধরে কুর্নিশ জানানোর চিৎকার গুলো যেনো চুপচাপ।😌
তুরিনের VIP বক্স কিংবা ন্যু-ক্যাম্পের মিডিল টায়ার বা প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড ওল্ড ট্র্যাফোর্ডে খেলোয়াড় পরিবর্তনের জায়গা বা টিটো ভিলোনাবো ট্রেনিং ক্যাম্প, বা মাদ্রিদের সান্তিয়াগো বা বার্সেলোনা ব্যালন ডি ওর ট্রফি ক্যাবিনেট যেনো এক বিশাল অসুস্থতার মুখোমুখি।
সময় যে খুব কম খুব কম খুব কম।🙂
প্রতিটা ডিফেন্ডার যেনো বলছে আমাদের অনেক অনেক হারিয়েছ এবার বাস্তবের সময় কে নাটমেগ, ড্রিবলিং করে দেখাও।😌
হ্যাঁ..
কেও বলেছিল মানুষ সবাইকে হারাতে পারলেও নদীর স্রোত, এক মুঠো বিশ্বাস, আর সময় কে কখনো হারাতে পারে না। কখনো না।
আরেকটু থাকলে পারতে, কি হতো আরো কিছু দিন থাকলে, কেনো কেনো গেলে, কিভাবে থাকবো তোমাদের ছাড়া, আমরা কি শুধু স্মৃতি নিয়ে বাঁচবো? এগুলো ভুলে আপনি "বিদায়", "ভালো থেকো", "সব কিছুর জন্যে ধন্যবাদ", শব্দ বা বাক্য গুলোর সাথে পরিচিত হোন। কিছু চোখের জল বাঁচিয়ে রাখুন। নিজেকে অনেক অনেক শক্ত করুন। কারণ একটা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল কিংবা আর্জেন্টিনার বিশ্ব কাপ ফাইনাল, হারার থেকেও আপনাকে ব্যাথা দিতে আরেকটা পরাজিত ফাইনাল ম্যাচ আসছে যা আপনাকে কষ্টের এভারেস্ট এর সামনে নিয়ে আসবে।
বাস্তবের রাস্তা তে বিদায় টা যে আছে। 💔
এতো আবেগ উন্মাদনা একটা..
"বিদায়" শব্দের মাঝে বাঁচে। 🙂
##পরিশেষে ভাবলেই চোখের জল
চলে আসে😪😪😪
Nice