Hadis

3 20
Avatar for mamun16
4 years ago

হযরত আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু) থেকে বর্ণিত,

রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেন, তিনি বলেনঃ আল্লাহর রাস্তায় মুসলিমদের যে যখম হয়, ক্বিয়ামাতের দিন তার প্রতিটি যখম আঘাতকালীন সময়ে যে অবস্থায় ছিল সে অবস্থাতেই থাকবে। রক্ত ছুটে বের হতে থাকবে। তার রং হবে রক্তের রং কিন্তু গন্ধ হবে মিশকের মত।

সহিহ বুখারী।

হাদিস নং - ২৩৭.

হযরত আবূ হুরাইরা (রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু) থেকে বর্ণিত,

রাসূলুল্লাহ্‌(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমি কি তোমাদের এমন কাজ জানাবো না, যা করলে আল্লাহ (বান্দার) পাপরাশি দূর করে দেন এবং মর্যাদা বৃদ্ধি করেন? লোকেরা বলল, হে আল্লাহর রসূল! আপনি বলুন। তিনি বললেনঃ অসুবিধা ও কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযূ করা, মাসজিদে আসার জন্যে বেশি পদচারণা করা এবং এক সালাতের পর আর এক সালাতের জন্যে প্রতীক্ষা করা; আর এ কাজগুলোই হল সীমান্ত প্রহরী।

(সীমান্ত প্রহরী) অর্থঃ কোন জিনিস থেকে বন্ধ থাকা, অর্থাৎ ইতা‘আতের উপর নিজের আত্মাকে বন্ধ রাখা, তাতে যত কষ্টই হোক।

সহিহ মুসলিম শরীফ।

হাদিস নং - ৪৭৫.

6
$ 0.00

Comments

খুব সুন্দর একটা হাদিস।। আজকাল মুসলিম রা এই রকম হাদিস জানে না। অজ্ঞাত এভাবে আরও শেয়ার করতে থাকুন।।

$ 0.00
4 years ago

Tnx

$ 0.00
4 years ago

Valo ekta hadis.. Amadr ei doronwr hadis khub dorkar.. Apni aro hadis likte takun Dhonobd

$ 0.00
4 years ago