#গর্ভাবস্থায় অত্যাচার
#পর্ব-১
বিয়ের বয়স প্রায় ৫ বছর হয়ে গিয়েছে তবুও তার বাচ্চা নেয়ায় অনিহা...অনেক হাতে পায়ে জোর করে তাকে মানিয়েছি কিন্তু সে গতকাল রাতে সে অফিস থেকে এসেই আমার পেট এ একটা লাথি মারে...
আমার দোষ এটুকুই ছিলো যে আমি রাতে শুধু ডাল আর ডিমভাজি করেছি আর কোনো তরকারি রাধি নি...
অফিস শহরে হওয়ায় শ্বশুর শাশুড়ী হতে দূরে চলে এসেছি। এসএসসির পরপর বিয়ে হয়ে যায় নিশার...দেখতে অসম্ভব সুন্দরী ছিলো...যার ফলে গ্রামের প্রতিটি ছেলের নজর ছিলো তার ওপর...
কিন্তু একমাত্র রিয়াদ পেয়েছে তাকে...ভালো জব,পরিবার ভালো দেখে নিশার মা বাবা তাকে দিয়ে দেয়।কিন্তু এত যাচাই বাছাই করেনি ওরা যে ছেলে কেমন...
বিয়েটা হওয়ার পর তাকে খুবই ভালোবাসতো রিয়াদ।প্রতিদিন তার জন্য বাসায় আসার সময় কিছু না কিছু নিয়ে আসতোই...
বন্ধের দিন তাকে সাজিয়ে গুছিয়ে,নীল শাড়ি পড়িয়ে,বেলী ফুলের গাজরা পড়িয়ে হাতে হাত রেখে ঘুরতে বের হতো...কিন্তু নিশা গ্রামের মেয়ে হওয়ায় এসব না করে পর্দা করতে চাইতো।কিন্তু রিয়াদ এর নাকি মর্ডাণ মেয়ে পছন্দ।
সবকিছু ভালোই চলছিলো।বিয়ের পর দিনগুলো খুবই ভালো যাচ্ছিলো...
রিয়াদকে যখনই বলতো বাচ্চা নিবে তখনই রিয়াদ টপিক ঘুরিয়ে ফেলতো...
একরাতে তাদের কথোপকথন ছিলো এমন-
-রিয়াদ আল্লাহর অসীম দয়ায় আমাদের সব আছে।অনেক সুখী আমরা।শুধু আমাদের একটা বাচ্চা নেই...কেনো এই সুখটা হতে আমরা নিজেদের সরিয়ে রাখছি?
-ও প্লিজ।আবার শুরু করেছো তুমি!গাইয়া মেয়েদের মতো কথা বলো না তো...রাত হয়েছে দেখো আমার মুড খারাপ করোনা...
-প্লিজ রিয়াদ...
-না।আমি প্রোটেকশন নিয়ে আসছি তুমি চেন্জ করে নাও...
-না আজ প্রোটেকশন নিতে হবেনা...দেখো আর কত দিন এভাবে!
-চুপ হতে বলেছি না!দেখো এবার কিন্তু আমার মেজাজ বিগড়ে যাচ্ছে।
-ওহ..
নিশা চুপ হয়ে গেলো।কিছুক্ষণ পর রেডি হয়ে এলো রিয়াদ...নিশা আরেকবার রিকুয়েষ্ট করলো।কিন্তু না রিয়াদ ওইভাবেই তার দৈহিক চাহিদা মেটাতে শুরু করলো...যখন ক্লান্ত হয়ে গেলো তখন ওইভাবেই ঘুমিয়ে পড়লো।
কিন্তু নিশা নির্ঘুম রাত্রি যাপন করতো...কতরাত যে চোখের জলে ভাসিয়েছে।গভীর রাতে সে নামাজ আদায় করে কাদতো...
একদিন তার কান্নার শব্দে রিয়াজের ঘুম ভেঙে যায়।রিয়াদ সব শুনলো।হয়ত এর ফলেই তার মন নরম হলো...
কয়েকদিন পর রিয়াদ নিজে অনিচ্ছাসত্ত্বেও বললো ওকে আমারা বেবি নিব।সেদিন নিশার খুশি আকাশছোঁয়া ছিলো...সে ওইরাতে তাদের বেডরুম টা অতি সুন্দর ভাবে সাজায়...
কিন্তু আজ তাহলে কেনো এত অবহেলা!
গর্ভাবস্থায় তাকে নানা কথা শুনতে হয়।কিন্তু এ সময়টায়ই একটা মেয়ের সবচেয়ে বেশি স্বামীর সঙ্গ দরকার হয়।কিন্তু তার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো....
রোজ রোজ ঝগড়,কটুকথা,মারামারি... দিনদিন অবস্থা খারাপ হতেই লাগলো...আজ তো সব লিমিট ক্রস করে ফেলেছে রিয়াদ।পেটে কে লাথি মারে!
চলবে???
0
43