প্রতীকী যুক্তিবিদ্যা
বচনাকারের বিবিধ রূপ
Various Kinds of Statement-Form
আর এ প্রেক্ষিতেই প্রতীক্
বচনাকারকে বিশ্লেষণ করলে এতে ভিন্ন তিনটি মান পাওয়া যায়
যুক্তিবিদ্যায় বচনাকারের তিনটি রূপ পরিলক্ষিত হয়। সেগুলাে হচ্ছে স্বতঃসত্য বচনাকার,
স্বতঃমিথ্যা বচনাকার এবং অনিয়ত বা অনির্দিষ্টমান বচনাকার। বস্তুত বচনাকারকে
সুস্পষ্টভাবে বােঝাতে হলে বচনাকারের এই তিনটি রূপ সম্পর্কে সম্যক ধারণা থাকা।
প্রয়ােজন। এ লক্ষ্যেই বচনাকারের আলােচনায় প্রাসাঙ্গিক হিসেবে এ তিন প্রকার বচনকারের
স্বরূপ উল্লেখ করা হলাে।
স্বতঃসত্য বচনাকার
Tautologous statement-form
যুনি
যে বচনাকারের প্রতিটি প্রতিস্থাপক দৃষ্টান্তই (substitution instance) সত্য হয়, অর্থাৎ
যেখানে সত্য ব্যতীত কোনাে মিথ্যা প্রতিস্থাপক দৃষ্টান্ত থাকে না, সেই বচনাকারকে স্বতঃসত্য
বচনাকার বলে। এ জাতীয় বচনের সত্যতা এর প্রকৃতির মধ্যেই নিহিত থাকে। অর্থাৎ এরূপ
বচনের সত্যতা নির্ধারণের জন্য কোনােরূপ প্রায়ােগিক অভিজ্ঞতাতার প্রয়ােজন পড়ে না, এর
আকারই এর সত্যতা প্রমাণ করে। এককথায় এ ধরনের বচন অভিজ্ঞতাপূর্ব এবং সত্যরূপে
স্বত্প্রমণিত। সাধারণ যুক্তিবিদ্যায় এ ধরনের বচনকে বিশ্লেষণী বচন (analytic
业
বচ
statement) নামেও অভিহিত করা হয়। যেমন, 'প্লেটো রিপাবলিক গ্রন্থটি লিখেছেন অথবা
লিখেননি', এ বচনটির প্রকৃতি আলােচনা করলে এর সত্যতা প্রমাণিত হয়। কারণ এ বলা
0
19