ভাল থাকতে চান? জীবনে নিজেকে একজন সফল মানুষ হিসেবে দেখতে চান?
তাহলে শুনুন, প্রথমেই আবেগ ঝেরে ফেলুন। যেসব জিনিস ভাল থাকার পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, সেগুলোকে ঐ পথেই পুঁতে ফেলতে শিখুন। মন খারাপের স্মৃতি, অস্তিত্বহীন কিছু স্বপ্ন, কিছু ভুল মানুষের দেয়া প্রতিশ্রুতি এসব গিলে ফেলুন। তারপর একটা বড় করে নিশ্বাস ফেলে নতুন করে স্বপ্ন বুনতে শুরু করুন। যেখানে থাকবে শুধু আপনার ভাল থাকার গল্প। আপনার সফলতার গল্প।
একটা কথা জানেন তো, জীবনের রাস্তায় হাঁটার সময়, অনেকেই আপনার পাশে হাঁটবে। কিন্তু আপনার হয়ে কেউ হাঁটবে না।
তাই আগে নিজেকে চিনুন, বুঝুন। নিজেকে ভাল রাখুন, নিজের জন্যে বাঁচতে শিখুন।
খুব স্বার্থপরের মত শুনাচ্ছে কথাটা?
তাহলে তাই।
দিনশেষে তো নিজের ছায়াটাও পাশে থাকে না; সেখানে অন্য একটা ছায়াকে পাশে পাওয়ার আশা করে থাকা, নিছক বোকামি ছাড়া আর কি? এর থেকে স্বার্থপর হয়ে ভাল থাকাই উত্তম।😊
0
13