আমাদের ‘মিল্কিওয়ে’ গ্যালাক্সি বা ছায়াপথ সংঘর্ষে জড়িয়ে পড়তে যাচ্ছে প্রতিবেশী ‘অ্যান্ড্রোমিডা’ গ্যালাক্সির সঙ্গে। ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) গবেষকেরা সম্প্রতি জানিয়েছেন, মিল্কিওয়ে ও অ্যান্ড্রোমিডার মধ্যে এই মহাজাগতিক সংঘর্ষ এড়ানোর কোনো উপায় নেই। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
নাসার গবেষকেরা জানিয়েছেন, আমাদের সৌরজগত্ মিল্কিওয়ে গ্যালাক্সিতে অবস্থিত। এই গ্যালাক্সির ভর বা অভিকর্ষ বল ও ডার্ক ম্যাটার নামের রহস্যময় শক্তি অ্যান্ড্রোমিডাকে দ্রুত তার কাছে টেনে আনছে। গবেষকেরা এ বিষয়টি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, মহাজাগতিক হিসেবে এই সংঘর্ষ দ্রুত হলেও এখনই মানুষের শঙ্কিত হওয়ার কারণ নেই। গবেষকেরা হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করে দেখেছেন, ৪৫০ কোটি বছর পরে এই দুটি গ্যালাক্সি পরস্পর ধাক্কা খাবে। বর্তমানে এই দুটি গ্যালাক্সির দূরত্ব ২৫ লাখ আলোকবর্ষ।
নাসার গবেষকেরা জানিয়েছেন, দুটি গ্যালাক্সি পরস্পর সংঘর্ষের পর আরও ২০০ কোটি বছর পর অ্যান্ড্রোমিডা ও মিল্কিওয়ে মিলে একটি বড় আকারের গ্যালাক্সি তৈরি হবে। এই গ্যালাক্সি তৈরির প্রক্রিয়ায় ছোট ছোট আরও অনেক গ্যালাক্সিও যুক্ত হতে পারে।
গবেষকেরা আরও জানিয়েছেন, নক্ষত্রগুলোর মধ্যে অনেক দূরত্ব থাকায় দুটি গ্যালাক্সির এই সংঘর্ষে আমাদের সৌরজগত্ ধ্বংস হওয়ার কোনো আশঙ্কা নেই। তবে আমাদের সৌরজগতের বর্তমান অবস্থানটি মহাশূন্যের নতুন অঞ্চলে সরে যেতে পারে।
তথ্যসূত্রঃ
https://www.google.com/…/43267-milky-way-andromeda-collisio…
😧