আমাদের দেশে লোকাল কোম্পানীগুলোতে দেখা যায় মালিকপক্ষ দুপুরের পর অফিসে আসেন। এটা যে কোন সিস্টেমের মধ্যে পড়ে আল্লাহ ভালো জানেন। উনাদের এমপ্লয়ীদের অফিস শুরু হয় সকাল ৯টা বা ১০টায় আর উনাদের শুরু হয় বিকাল ৪টা বা ৫টায়। অতঃপর যখন সন্ধ্যা ৬টা বা ৭টায় এমপ্লয়ীদের যাওয়ার সময় হয়, তখন এটা উনাদের প্রচন্ড বিরক্তির কারন হয়ে দাঁড়ায়। দেশীয় কোম্পানীর মালিকপক্ষের এক্ষেত্রে কিছু কমন ডায়ালগ থাকেঃ
★ ৭টা বাজলেই চলে যেতে হয় নাকি !
★ বাসায় যাওয়ার জন্য এত তাড়াহুড়া করছেন কেন !
★ আপনি একটু থাইকেন আজকে !
★ আমি একটু পর ডাকবো আপনাকে !
★ আমাকে এই ব্যাপারে একটা রিপোর্ট দিয়ে যাবেন !
একটু ভাবেন তো! একটা মানুষ সকাল ৯ টা বা ১০ টা থেকে অফিস শুরু করে সারাদিন একটানা কাজ করার পর সন্ধ্যা ৭ টার পর তার আর দেয়ার মত কি কিছু থাকে? মোটেও না! ঐ মানুষটার ব্রেক দরকার হয়। অথচ মালিকপক্ষ বিকাল বেলা অফিসে ঢুকার পর সন্ধ্যার দিকে থাকেন সম্পূর্ণ চাঙ্গা। আর এমপ্লয়ীদের এক্সট্রা টাইম অফিসে বসিয়ে রাখতে পারলেই যেন উনাদের চিত্তে শান্তি লাগে। মনে রাখতে হবে এ ধরনের কালচার কখনোই একটি কোম্পানীর জন্য ভাল কিছু বয়ে আনবেনা। যে সকল কোম্পানীতে এরকম প্র্যাকটিস থাকবে সে সকল কোম্পানী আস্তে আস্তে অধঃপতনের দিকে যাবে।
আর এটাই ১০০% সত্যি।
Good job