0
7
Guilt is a socially cultivated emotion. পৃথিবীতে কেউ -ই ভুলের ঊর্ধে নয়। জীবনের কোনো না কোনো পর্যায়ে মানুষ ভুল করে। যে ভুল অন্যের অনুভূতিতে আঘাত করে বা অন্যের প্রতি অবিচার করে তার থেকে সৃষ্টি হয় অনুশোচনা বা অপরাধবোধ। কারো প্রতি অন্যায় করলে সেই অপরাধ স্বীকার করে নিয়ে তার থেকে ক্ষমা চেয়ে নেওয়া সবচেয়ে উত্তম পন্থা। কিন্তু দেখা যায় আমরা দীর্ঘদিন ধরে সেই অপরাধবোধ আমাদের সঙ্গে বয়ে বেড়াই যা আমাদের আত্মবিশ্বাস ,আত্মসম্মানবোধকে ধ্বংস করে জীবনের আনন্দকে মাটি করে দেয়। মনোসমীক্ষকদের মতে অপরাধবোধ থেকে সৃষ্টি হতে পারে নানা জটিল রোগ। অপরাধবোধ বা অনুশোচনায় সারা দিয়ে একজন মানুষ যখন নিজের আচরণকে সংশোধন করে তখন এই অপরাধবোধই আত্ম -উন্নয়নের সহায়ক শক্তিতে রূপান্তরিত হয়।