কতগুলো বিষয় মানুষের জীবন বদলে দিতে পারে । যেমন কোনো ঘটনা , কোনো ভালো অভিজ্ঞতা কিংবা কোনো মনীষীর বাণী । মনীষীর বাণীগুলি হল তাদের জীবনের দীর্ঘ অভিজ্ঞতার ফল ।
শুধুমাত্র কথার কথা যে নয় , তাও বুঝতে হলে মনীষীদের বাণীরই শরণ নিতে হবে । কেন না তাঁরা যা বলেন সেগুলো তাদের দেখা , উপলব্ধি করা বাস্তব । যুগের পরিবর্তনের আড়ালে রয়েছে এক শাশ্বত সত্য , যা আমাদের ডিজিটাল যুগের কর্ম-ব্যস্ততাতেও আমরা সামান্য বুঝতে পারি । আমাদের এক একটি জীবন মানে দেশ-কাল এর উর্ধে সৃষ্টি কর্তার এক একটি উদ্যেশ্য । কিন্তু আমাদের জীবন মাঝে মাঝেই পঙ্কিলতায় ভরে যায় । আমরা জীবনের গতি হারিয়ে ফেলে হতোদ্যম হয়ে পড়ি ।
তাই কঠোর জীবনের মাঝেই যে মজা , বেঁচে থাকার আনন্দ ; — সেটা পেতে হলে স্বপ্নগুলোর বাস্তবায়ন প্রয়োজন । আর এই বাস্তবায়নে যারা আজ সফল বলে স্বীকৃত , দেখা যায় তাদের জীবনের গল্পটা এত সোজা নয় । অনেক সংগ্রাম , দুঃখ , কষ্ট , যন্ত্রণার ফসল তাদের সাফল্য । তাই তারা আমাদের সকলের কাছে পথ প্রদর্শক ।