Intention

0 3
Avatar for khandakar1
3 years ago

যে মানুষের কাজের তাগিদ বেশি, সেই মানুষের অমনি কথা ক্কম ধবে; কারণ সে কাজে মনোনিবেশ করলে বাকি পৃথিবী তার কাছে শূন্য হয়ে যাবে। পাহাড়ি নদী  যার গতি বেশি তার বয়ে চলার শব্দও বেশি হয় কারন তার জলের পরিমান কম, জলই চলার পথের পাথরে ধাক্কা খায় বেশি ও সেই ধাক্কার আওয়াজ ও হয় বেশি; তবে বড় নদী যার গভীরতা জট বেশি তার জলের পরিমাণও তত বেশি, ফলে সে নদীর রাস্তায় জট পাথর বা বাধা বিপত্তি থাকে ট্টাকে সে তার তোড়ে ভাসিয়ে নিয়ে যায়।

1
$ 0.00

Comments