2
21
একটি গ্রাম্য বাজার হলো সেটা যেখানে গ্রামের মানুষ তাদের সাপ্তাহিক বাজার করে।এটি গ্রামের মানুষের জন্য খুবই দরকারি বাজার।এই বাজার হতে তারা তাদের নিত্যপ্রয়োজনীয় বাজার করে।গ্রামে সাধারণত দুই রকমের বাজার থাকে।একটি হাট অারেকটি বাজার।হাট সাধারণত দিনে দুই বার বসে।এক সকালে অাবার বিকালে।
অাবার বাজার সপ্তাহে এক বা দুই বার বসে।
বাজারে বিভিন্ন রকমের দোকান বসে।তাদে মধ্যে কতগুলো প্রতিদিন বসে।কতগুলো বাজার বা হাটের দিন।
হাট বা বাজারে প্রায় সবকিছুই পাওয়া যায়।তাদের মধ্যে কয়েকটি হলো,,,,,পেঁয়াজ, রসুন,অাদা,ডাল,চাল,মরিচ, হলুদ,তেল,সাবান,মাছ ইত্যাদি।
একটি গ্রাম্য বাজার গ্রামের মানুষের জন্য অনেক দরকারি।
সবই পাওয়া যায়,,