0
14
অনেক সময় দোকানে ওরস্যালাইন পাওয়া যায় না।তাই জরুরি সময় বিভিন্ন সমস্যা পড়তে হয়।অাবার অনেকেই অাছে যারা বাসায় কিভাবে ওরসওরস্যালাইন বানাতে হয় জানেনা।
তাই উপরের সমস্যার সমাধানের জন্য অাজ অামি লিখে ফেললাম কিভাবে বাসায় ওরস্যালাইন বানাতে হয়।
বাসায় ওরস্যালাইন বানাতে যা যা লাগবে তা হলোঃ
১/১ পোয়া পানি
২/লবন
৩/মিঠাই।
বানানোর নিয়মঃ
১/প্রথমে একটি গ্লাসে ১ পোয়া পরিষ্কার পানি নিতে হবে।
২/ঐ পানিতে ৫ গ্রাম লবণ মিশাতে হবে।
৩/তারপর ঐখানে মিঠাই মিশাতে হবে।
৪/তারপর সবগুলো ভালোভাবে মিশাতে হবে।তাহলেই হয়ে যাবে ওরস্যালাইন।
ধন্যবাদ সবাইকে😍