মানবতা ও মানববাদ

0 15
Avatar for kanan120
4 years ago

মানবতা (Humanity) পৃথিবীর সকল মানুষকেই নির্দেশ করে। এর মাধ্যমে ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকল মানুষের জন্য মনুষ্যত্ব প্রকাশকে বুঝায়। মানবতা মানুষের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, যা অনেক ক্ষেত্রে পশুত্বের বিপরীতার্থক শব্দ হিসেবে অনেকে ব্যবহার করেন। কিন্তু আমি করিনা। কারণ, পশুরা তাদের শরীরের জিন (Gene) দ্বারা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত হয়। তাদের জ্ঞান অর্জন করার কোন ক্ষমতা নেই। তাই মানবতাকে পশুত্বের সাথে তুলনা করা অর্থহীন। তবে, মানবতা অনেক ক্ষেত্রে মানুষের চৌহদ্দী পেরিয়ে পৃথিবীর সকল জীবের প্রতি মমত্ববোধ পর্যন্ত পৌঁছাতে পারে।

মানববাদ (Humanism) হচ্ছে এমন একটি বিষয় যাতে বিশ্বাস করা হয় যে, মানুষের প্রয়োজন এবং মূল্যায়ণ, যেকোন ধর্মীয় বিশ্বাস থেকে বেশী। এটি মানুষের নৈতিকতার এমন একটি স্তরকে মূল্যায়ণ করে, যাতে মানুষ নিজেই নিজেদের জন্য নৈতিকতার মাপকাঠি তৈরী করে। এটা অনেকটা নৈতিকতার দার্শনিক দিককে নির্দেশ করে।

পৃথিবীর সকল মানুষের জন্য ভালবাসা রইল।

4
$ 0.00

Comments