প্রাক্তন

3 6
Avatar for kabboda
3 years ago

সত্যি বলতে আমাদের সকলের জীবননেই ভালবাসার প্রথম মানুষটি এসেছিল,সেই প্রথম শিখিয়েছিল ভালবাসার অনুভুতি কেমন হয়,ছোট ছোট অনুভূতিরগুলো তেও যে এত আনন্দ আমরা তার হাত ধরেই প্রথম অনুভব করেছিলাম।অচেনা এক কারনে একবুক আভিমান করতে শিখেছিলাম সবে।সে যেকারনেই হোক একদিন দুজনের পথ আলাদা হয়ে গেল। একজন অন্যকে দোষারোপ করতে শিখলাম।আর কথায় কথায় অভিশাপ করতে শিখলাম।আসলে দোষ কি তার একায় ছিল? যারই থাক সেই কিন্তু তোমাকে ভালবাসতে শিখিয়েছিল।সে যদি ভুল হয় তবুও কিন্তু সে তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে তোমার ভালাবাসার জন্য যোগ্য কে,যে অভিজ্ঞতা তুমি তোমার আগামীর সঙ্গী নির্বাচনে কাজে লাগবে।এত কিছুর পরেও কেন আমাদের এত ক্ষোভ,রাগ তাদের ওপর?? এ জন্য যে তারা তোমার জীবনে আসেনি?? কিন্তু তাতে কি তার জন্য আজ তুমি তোমার যোগ্য মানুষকে খুঁজে পেয়েছো।

তাই আসুন প্রাক্তনদের সম্মান করতে শিখি, তারা আপনার জিবনে সাপ নয় বরং এক কালবৈশাখি ঝড়ের মত। যে আমাদের সাবধান করে যায় আমাদের মনের খুটিটা যেন আরও শক্ত করি নয়ত টিকতে পারব না।

ভালথাকুক পৃথিবীর সব প্রাক্তনরা।

-কাব্য

3
$ 0.00

Comments

Valo thakuk sob prakton ra

$ 0.00
3 years ago

Hm ar amrao

$ 0.00
3 years ago

আমার জীবনে প্রথম ভালবাসার মানুষটি আমাকে অনেক কিছু শিখিয়েছে।আমাকে ভালবাসতে শিখিয়েছে, বাস্তবতা গুলোকে বুঝতে শিখিয়েছে এবং কাউকে অনেক বেশি ভালোবেসে তাকে ভুলে থাকতে শিখিয়েছে। ধন্যবাদ তোমাকে প্রাক্তন।

$ 0.00
3 years ago